T20 World Cup: শিয়রে টি-টোয়েন্টি বিশ্বকাপ, নতুন জার্সি পরেই মাঠে নামবেন রোহিত থেকে মার্শরা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ১ জুন থেকে। তার আগে প্রতিটি দলই নতুন জার্সি উন্মােচন করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট দলও নতুন জার্সিতে মাঠে নামবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলা উগান্ডা দলের জার্সি ও প্যান্ট মূলত হলুদ রংয়ের। তবে সাইডে লাল ও কালোর স্ট্রাইপ রয়েছে।
দক্ষিণ আফ্রিকা তাঁদের জার্সিতে ঐতিহ্যের হলুদ ও সবুজ রং ধরে রেখেছে। তবুও নতুনত্ব আনা হয়েছে। আগামী ১৫ মে থেকে এই জার্সি কিনতেও পাওয়া যাবে।
নেপাল ক্রিকেট দলও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে। পুরনো জার্সি নীল রংয়ের ছিল। সেই জার্সিতে হলুদের ছোঁয়া আনা হয়েছে সামনে ও পেছনে। এই নতুন জার্সি পরেই মাঠে নামবে নেপাল দল।
নিউজিল্যান্ড ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন জার্সি পরে মাঠে নামবে। অ্য়াকোয়ামেরিন রংয়ের জার্সি পরে মাঠে নামবেন নিশাম, সাউদিরা।
ভারতীয় দলের জার্সিতেও নতুনত্ব আনা হয়েছে। একটি রেট্রো ছোঁয়া রয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে।
নামিবিয়া ক্রিকেট দল দীর্ঘদিন পরে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে। কালচে নীল রংয়ের বিশেষ জার্সি পরে মাঠে নামবে ডেভিড উইজির দল।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল মিচেল মার্শের নেতৃত্বে খেলতে নামবে টুর্নামেন্টে। সবুজ ও সোনালি রংয়ের জার্সি, সাইডে হলুদ রংয়ের ছোঁয়া রয়েছে জার্সিতে।
কিছুদিন আগেই আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
বাবর আজমের নেতৃত্বে খেলতে নামবে পাকিস্তান দল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে। ম্য়াট্রিক্স রংয়ের জার্সি, যা ঐক্যবদ্ধ মনোভাবের বার্তা দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -