Indian Cricket Team: মুম্বই জুড়ে ক্রিকেটের উৎসব, রোহিতদের বরণে মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়েতে কাতারে কাতারে ভিড়
মুম্বইয়ে মেরিন ড্রাইভে হুডখোলা বাসে রোহিতদের বিজয়যাত্রা। ওয়াংখেড়ে পর্যন্ত কাতারে কাতারে ভিড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাস প্যারেডের পর ওয়াংখেড়েতেই টিম ইন্ডিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। বিনামূল্যেই প্রবেশাধিকারের কথা আগেই ঘোষণা করা হয়েছে এমসিএ-র তরফে। রোহিতদের সংবর্ধনার সাক্ষী থাকতে ইতিমধ্যেই স্টেডিয়ামের বাইরে সমর্থকদের লম্বা লাইন পড়ে গিয়েছিল।
হুডখোলা বাসে বিভিন্ন আবেগঘন মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। কোচ রাহুল দ্রাবিড়কে জড়িয়ে ধরলেন রোহিত শর্মা।
ট্রফি হাতে নিয়ে সমর্থকদের দিকে বারবার তা ছুড়ে দিচ্ছিলেন মহম্মদ সিরাজ। ফাইনালে না খেললেও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
টুর্নামেন্টের এমনকী বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসের অন্য়তম সেরা ক্যাচটা লুফে নিয়েছিলেন সূর্যকুমার যাদব।
দ্রাবিড়ের রোহিত শর্মার ছুবি ভাইরল হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর। দ্রাবিড় কোচ হিসেবে তাঁর মেয়াদ ফুরিয়ছেন। রোহিতও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন।
মুম্বইয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু বৃষ্টি ও মুম্বইয়ের ট্রাফিক জ্যামের কারণে পিছিয়ে গিয়েছে প্যারেডের সময়। প্লেয়াররা এখনও বিমানবন্দর থেকে বাস ধরতে পারেননি। মুম্বইয়ের সব প্রান্ত থেকেই বিজয় উৎসবে সামিল হতে কাতারে কাতারে ভিড় করছেন সবাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -