T20 World Cup: ২৫০ কোটি টাকা দিয়ে তৈরি স্টেডিয়াম ভেঙে ফেলা হবে ভারত-আমেরিকা ম্যাচের পর!
এবারের টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকা। এই প্রথম কোনও বিশ্বমানের আইসিসি ক্রিকেট ইভেন্ট হচ্ছে মার্কিন মুলুকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ৮টি ম্যাচ হচ্ছে। এই মাঠেই আয়োজিত হয়েছিল ভারত-পাকিস্তান হাইভোল্টেজ় ম্যাচও।
ভারত এই স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলছে। আায়ার্ল্যান্ড ও পাকিস্তান ছাড়াও ১২ জুন আমেরিকার বিরুদ্ধে রোহিত শর্মাদের ম্যাচও হচ্ছে এই মাঠে।
ইস্টার্ন নিউ ইয়র্ক সিটিতে আসলে এটি ছিল একটি পার্ক। ৩০ মিলিয়ন ডলার খরচ করে যে পার্কটিতেই স্টেডিয়াম নির্মিত হয়েছিল। ভারতীয় মুদ্রায় খরচের অঙ্ক আনুমানিক ২৫০ কোটি টাকা।
মাত্র ৩ মাসের মধ্যে গোটা স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। মোট আসনসংখ্যা ৩৪ হাজার।
কিংবদন্তি অ্যাথলিট তথা টুর্নামেন্টের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইউসেইন বোল্টের হাতে উদ্বোধন হয়েছিল স্টেডিয়ামটি।
তবে বুধবারের ভারত বনাম আমেরিকা ম্যাচের পরই স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে।
এই মাঠে কোনও ফ্লাডলাইটের ব্যবস্থা নেই। যে কারণে ভারতে ম্যাচগুলি রাতে হলেও স্থানীয় সময় সকালেই আয়োজিত হয়েছে সব ম্যাচ।
মাঠের উইকেটটি ড্রপ ইন পিচ। অর্থাৎ, বাইরে তৈরি করে তা এনে বসানো হয়েছিল মাঠে।
আমেরিকায় ক্রিকেটের প্রসারে এই মাঠে আয়োজিত বিশ্বকাপের আট ম্যাচ সাহায্য় করবে বলে ধারণা আইসিসি-র। যদিও স্টেডিয়াম ভেঙে ফেলার সিদ্ধান্তে খুশি নন ক্রিকেটপ্রেমীরা। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -