Mango Health Benefits: ফলের রাজা আম, গরমের মরশুমে খেলে কী কী উপকার পাবেন?
ছবি সৌজন্যে- Pexels। গরমকাল আসা মানেই আমের মরশুম। হিমসাগর, গোলাপখাস, গোপালভোগ, ফজলি, ল্যাংড়া, চোষা- আরও কত কী, নামের যেমন বাহার, তেমনই স্বাদে অতুলনীয় এই ফল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্যে- Pexels। গরমের মরশুমে আম খেলে অনেক উপকার পাবেন আপনি। আক্ষরিক অর্থেই আম একটি আদর্শ খাবার যাকে বলে কমপ্লিট ফুড। সমস্ত প্রয়োজনীয় পুষ্টি উপকরণ রয়েছে এই ফলের মধ্যে।
ছবি সৌজন্যে- Pexels। আমের কী কী গুণ রয়েছে, এই ফল খেলে কীভাবে আপনার স্বাস্থ্যের উপকার হবে, গরমের মরশুমে কেন আম খাবেন, দেখে নিন সেই কারণগুলি।
ছবি সৌজন্যে- Pexels। প্রচুর পরিমাণে ফাইবার (সলিউয়েবল এবং ইন-সলিউয়েবল) রয়েছে আমের মধ্যে। এই ফল খেলে আপনার পেট ভরবে। এর পাশাপাশি অন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করে আম।
ছবি সৌজন্যে- Pexels। যেহেতু অন্ত্রের সমস্যা দূর করে, তাই আম খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে। এছাড়াও গ্যাসের সমস্যা, পেটে ফেঁপে যাওয়ার অনুভূতি- এগুলিও দূর হবে।
ছবি সৌজন্যে- Pexels। ওজন কমায় আম। অনেকের ধারণা মিষ্টি স্বাদের এই ফল খেলেই ওজন বাড়বে। একথা পুরোটা সত্যি নয়। কারণ আম একটি লো-ক্যালোরি বা কম ক্যালোরি যুক্ত ফল।
ছবি সৌজন্যে- Pexels। আমের মধ্যে সলিউয়েবল ফাইবার এবং স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকার ফলে আম খেলে সহজেই আপনার পেট ভরে যাবে। খিদে খিদে ভাব কমবে। দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে আম।
ছবি সৌজন্যে- Pexels। আমাদের ত্বকের এবং চুলের স্বাস্থ্যের খেয়াল রাখে ফলের রাজা আম। এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই।
ছবি সৌজন্যে- Pexels। আমের মধ্যে থাকা ভিটামিন এ, সি এবং ই ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন নামক প্রোটিন উৎপাদনে সহায়তা করে। এই প্রোটিন আমাদের চুল এবং ত্বকের স্বাস্থ্যের সার্বিকভাবে খেয়াল রাখে।
ছবি সৌজন্যে- Pexels। কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আম। এছাড়াও সুদৃঢ় করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। অক্সিজেন এবং রক্ত যাতে সারা শরীরে সঠিক ভাবে সরবরাহ হতে পারে সেই দিকেও খেয়াল রাখে এই ফল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -