T20 World Cup 2024: নিশ্চিত সুপার এইট, টি-২০ বিশ্বকাপের পরের পর্বে কখন, কবে, কাদের বিরুদ্ধে খেলবে ভারত?
গ্রপ পর্বের খেলা প্রায় শেষের পথে। আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের লড়াই। সুপার এইটের আট দলের মধ্যে ছয়টি দল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় দল নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। ভারতীয় দলের গ্রুপ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানও রয়েছে। চতুর্থ দল হিসাবে নেদারল্যান্ডস বা বাংলাদেশের মধ্যে এক দল পরবর্তী রাউন্ডে পৌঁছবে।
টিম ইন্ডিয়ার ম্যাচগুলি ঠিক কবে কবে আয়োজিত হবে? এক নজরে দেখে নেওয়া যাক।
শনিবার, ভারত নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে শনিবার, ১৫ জুন কানাডার মুখোমুখি হবে। তারপর দিন চারেকের বিশ্রাম।
অ্যান্টিগা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া এবং সেন্ট ভিনসেন্টে, সুপার এইটের ১২টি ম্যাচ আয়োজিত হবে। অর্থাৎ গোটা সুপার এইট পর্বই যুক্তরাষ্ট্রে নয়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত হবে।
রোহিতদের প্রথম সুপার এইট ম্যাচে প্রতিপক্ষ রশিদ খানের আফগানিস্তান দল। বার্বাডোজে সেই ম্যাচ আয়োজিত হবে।
তবে টিম ইন্ডিয়ার বাকি দুই ম্যাচ মাত্র এক দিনের অন্তরে। ২৪ তারিখ সুপার এইটে কোয়ালিফাই করা বাংলাদেশ বা নেদারল্যান্ডসের মধ্যে একজনের বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ২৪ তারিখ অস্ট্রেলিয়ার সঙ্গে মহাদ্বৈরথ।
টিম ইন্ডিয়া আফগানদের বিরুদ্ধে অ্যান্টিগা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেন্ট লুসিয়ায় নিজেদের সুপার এইটের ম্যাচ খেলবে। সুপার এইটে ভারতের সবকয়টি ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী রাত আটটা থেকে শুরু হবে।
এক দশকেরও অধিক সময়ের আইসিসি ট্রফি জয়ের খরা কাটিয়ে কি এবার অবশেষে ফের বিশের বিশ্বকাপে খেতাব উঠবে ভারতের হাতে? সেটাই এখন দেখার বিষয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -