Euro Cup: শীর্ষে সেই রোনাল্ডোই, উয়েফা ইউরোর ইতিহাসের পাঁচ সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর কারা রয়েছেন?
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মতো বড় বড় দলের হয়ে খেলা রুড ভ্যান নিস্তিলরুই এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৪ ও ২০০৮, মাত্র দুই ইউরোতে অংশগ্রহণ করেছিলেন নেদারল্যান্ডস ফরোয়ার্ড। সেই দুই ইউরোর আট ম্যাচে ছয় গোল করেছেন নিস্তিলরুই।
নিস্তিলরুইয়ের আগে রয়েছেন ফ্রান্স আঁতোয়াঁ গ্রিজ়ম্যান। তিনিও ২০১৬ ও ২০২০, দুইটি ইউরোতে অংশগ্রহণ করেছেন। খেলেছেন ১১টি ম্যাচ।
ফরাসি নম্বর ৭ জার্সিধারী সেই ১১ ম্যাচে সাত সাতটি গোল করেছেন। এইবারের ইউরোতেও খেলতে দেখা যাবে গ্রিজ়ম্যানকে। তাই তালিকায় আরও উপরের দিকে ওঠার হাতছানি রয়েছে তাঁর কাছে।
গ্রিজ়ম্যানের থেকে একটি ইউরো বেশি খেললেও, তাঁর থেকে দুই ম্যাচ কম খেলেছেন অ্যালেন শিয়ারার। তা সত্ত্বেও গ্রিজ়ম্যানের সমান সংখ্যক গোল করার কৃতিত্ব রয়েছে ইংল্যান্ড ফরোয়ার্ডের দখলে।
আপাতত তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি স্ট্রাইকার। তবে গ্রিজ়ম্যান কিন্তু এবারের ইউরোতে তাঁকে পিছনে ফেলে দিতেই পারেন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনি। ১৯৮৪ সালে সম্ভবত সর্বকালের সর্বসেরা ব্যক্তিগত ইউরো পারফরম্যান্সের সাক্ষী থাকে ফুটবলবিশ্ব। মিশেল প্লাটিনি সেই ইউরোতে সকলকে মন্ত্রমুগ্ধ করেন।
পাঁচ ম্যাচে নয়টি গোল করেন ফরাসি তারকা। সেই একটা ইউরোতেই খেলেছেন তিনি। আর তাই তাঁকে তালিকায় দ্বিতীয় স্থান এনে দিয়েছে। ঘটনাক্রমে প্লাতিনির পারফরম্যান্সে ভর করে ফরাসি দল সেবার ইউরো চ্যাম্পিয়নও হয়।
তালিকায় এক নম্বরে থাকা ফুটবলারের নাম দেখলে কেউই অবাক হবেন না। ইউরোর ইতিহাসে সর্বাধিক গোল করার কৃতিত্ব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
২৫টি ইউরো ম্যাচে ১৪টি গোল করেছেন ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। এই গোলের সংখ্যা আরও বাড়াতে পারনে সিআর৭। এবার নিজের ষষ্ঠ ইউরো খেলতে নামছেন তিনি, যা সর্বকালীন রেকর্ডও বটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -