T20 World Cup: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বের এক নম্বর ব্যাটার, আদৌ কি বিশ্বকাপে সফল সূর্য?

Suryakumar Yadav Stat: মাঠের চারধার ধরে মারতে পারেন। মিস্টার ৩৬০ ডিগ্রিও ডাকা হয় তাঁকে। সূর্যকুমার টি-টোয়েন্টি ফর্ম্যাটে আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন।

সূর্যকুমার যাদব (ছবি ইনস্টাগ্রাম)

1/8
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দেশের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন। এমনকী টি-টোয়েন্টি ফর্ম্য়াটে তো তাঁর ব্যাটিংয়ের সামনে নাকানিচোবানি খেতে হয়েছে বিশ্বের তাবড় তাবড় বোলারদের।
2/8
মাঠের চারধার ধরে মারতে পারেন। মিস্টার ৩৬০ ডিগ্রিও ডাকা হয় তাঁকে। সূর্যকুমার টি-টোয়েন্টি ফর্ম্যাটে আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন।
3/8
কিন্তু এই ফর্ম্য়াটের বিশ্বকাপে কেমন পারফরম্যান্স ডানহাতি ব্যাটারের?
4/8
২০২১ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন সূর্যকুমার। এখনও পর্যন্ত ১০ ম্য়াচে ৯ ইনিংসে ব্যাট হাতে নেমেছিলেন।
5/8
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চারবার নট আউট ছিলেন। ৫৭ গড়ে ২৮১ রান করেছেন। সর্বােচ্চ ৬৮। স্ট্রাইক রেট ১৮১।
6/8
সম্প্রতি আইসিসি সূর্যকুমারকে ২০২৩ সালের সেরা টি-টোয়েন্টি প্লেয়ারের তকমা দিয়েছিল।
7/8
ফিল্ডার হিসেবেও দুর্দান্ত সূর্যকুমার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬টি ক্যাচ লুফেছেন তিনি। এক ম্য়াচে সর্বাধিক ২ টো ক্যাচ নিয়েছেন।
8/8
সূর্যকুমারের বয়স ৩৩ পেরিয়েছে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটা বিশ্বকাপ হয়ত বা খেলবেন। কিন্তু ওয়ান ডে বিশ্বকাপে সুযোগ কাজে লাগাতে পারেননি সেভাবে। এবার চাইবেন নিজের সেরা ফর্ম্য়াটে রানের ফুলঝুরি ফোটাতে।
Sponsored Links by Taboola