Gambhir India Coach: দেশের স্বার্থই পাবে প্রাধান্য, গম্ভীরকে ভারতের কোচ হতে রাজি করিয়ে ফেলেছেন জয় শাহ?
কলকাতা নাইট রাইডার্স শিবিরে তিনি ফিরেছিলেন নতুন ভূমিকায়। মেন্টর হিসাবে। আর ফিরেই আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন কেকেআরকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারপর থেকেই চর্চা গৌতম গম্ভীরকে নিয়ে। এবার কি তবে ভারতীয় দলের কোচ হিসাবে দেখা যাবে গৌতিকে?
টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। তিনি আর ভারতের কোচ থাকতে রাজি নন। তাই দেখা যাবে নতুন মুখ।
তারপর থেকেই আলোচনায় গম্ভীর। ভারতের জার্সিতে ওয়ান ডে বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ জিতেছেন গম্ভীর।
অধিনায়ক হিসাবেও দুরন্ত ট্র্যাক রেকর্ড। কেকেআর তাঁর নেতৃত্বে দুবার আইপিএল জিতেছে।
আইপিএল ফাইনালের পর চেন্নাইয়েই গম্ভীরের সঙ্গে একদফা আলোচনা সারেন বোর্ড সচিব জয় শাহ। শোনা যাচ্ছে, দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন জয় শাহ ও গম্ভীর - দুজনই।
জাতীয় ক্রিকেটের স্বার্থেই কি তবে কেকেআরের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের কোচ হতে রাজি হয়ে যাবেন গম্ভীর?
২৭ মে ছিল ভারতীয় দলের কোচের পদে আবেদন করার শেষ দিন। গম্ভীর সেদিনই আবেদন করে দিয়েছেন বলেই খবর। তবে এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা গৌতি, কেউই মুখ খোলেনি।
ভারতীয় দলের কোচ হতে গেলে সকলের আগে কেকেআর মালিক শাহরুখ খানকে রাজি করাতে হবে। যিনি নিজে গৌতিকে রাজি করিয়ে লখনউ সুপার জায়ান্টস থেকে কেকেআরে ফিরিয়েছিলেন। যদিও জাতীয় দলের স্বার্থে শাহরুখ আপত্তি করবেন না বলেই খবর।
জাতীয় দলের কোচ হিসাবে মেয়াদ শেষ হলে গম্ভীরের কেকেআরে ফেরার পথ খোলা থাকছেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হয়তো দিল্লির তারকা ক্রিকেটার নিজেই। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -