Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup: টি-২০ বিশ্বকাপে অঘটন নতুন নয়, জায়ান্ট কিলার হয়ে চমকে দিয়েছে কোন কোন দল?
টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দিয়েছে আমেরিকা। হারিয়ে দিয়েছে শক্তিশালী পাকিস্তানকে। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে অঘটন ঘটিয়েছে আয়োজক দেশ আমেরিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটি-টোয়েন্টি ফর্ম্যাটে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে নেমেই ম্যাচ জিতেছে আমেরিকা। তবে এটাই টি-২০ বিশ্বকাপে একমাত্র অঘটন নয়। ইতিহাস খুঁজলে পাওয়া যাবে এরকম আরও কিছু ম্যাচ।
২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডে হারিয়ে চমক দেয় আয়ার্ল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৫৭ রানে অল আউট হয়ে গিয়েছিল আয়ার্ল্যান্ড।
জবাবে ১৫ ওভারে ইংল্যান্ডের স্কোর যখন ১১৫/৫, বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ লুইস নিয়মে জেতে আয়ার্ল্যান্ড।
২০২২ টি-২০ বিশ্বকাপেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটায় নামিবিয়া। প্রথমে ব্যাট করে ১৬৩ রান তোলে নামিবিয়া।
জবাবে ১৯ ওভারে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। নামিবিয়ার চার বোলার ২টি করে উইকেট নেন।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে আফগানরা তুলেছিলেন ১২৩/৭।
জবাবে ১১৭/৮ স্কোরে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ়। সেবার ক্যারিবিয়ানরাি বিশ্বচ্যাম্পিয়ন হয়। তবু আফগানদের কাছে হারের ক্ষত থেকে যায়।
২০০৯ সালে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিরাট অঘটন ঘটায় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৬৩ রান তুলেছিল।
নাটকীয় সেই ম্যাচের শেষ বলে ওভার থ্রো থেকে বাড়তি এক রান নিয়ে জিতে যান ডাচরা। ইংল্যান্ড শিবিরকে দেয় জোরাল ধাক্কা। ছবি - আইসিসি, পিটিআই ও এক্স
- - - - - - - - - Advertisement - - - - - - - - -