Rohit Sharma: ছক্কার ডাবল সেঞ্চুরি, রোহিতের দাপটে গেল-যুবরাজের রেকর্ডও ভেঙে চুরমার
সোমবার ছিল রোহিত শর্মার দিন। ৪১ বলে ৯২ রান করে ছিন্নভিন্ন করলেন অস্ট্রেলিয়ার বোলিংকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রোহিত। শেষ পর্যন্ত মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেন।
৭টি চার ও ৮টি ছক্কায় সেন্ট লুসিয়ায় সাজানো তাঁর ইনিংস। ক্রিস গেলের একটি রেকর্ড ভেঙে অভিনব কীর্তি গড়লেন রোহিত।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে কোনও একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল ইউনিভার্স বস গেলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১৩০টি ছক্কা মেরেছিলেন গেল।
ক্যারিবিয়ান তারকার সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব ধরনের ফর্ম্যাটে ১৩২ টি ছক্কা হয়ে গেল হিটম্যানের।
২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রিজটাউনে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেছিলেন রোহিত। সেটাই এতদিন পর্যন্ত ছিল টি-২০ বিশ্বকাপে রোহিতের সর্বোচ্চ স্কোর। সোমবার সেই রেকর্ডও ভেঙে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান।
২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই বিখ্যাত ম্যাচে ৭ ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। যে ম্যাচে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবি। সেই রেকর্ড ভেঙে গেল এদিন রোহিত বিক্রমে।
রোহিত সোমবার মেরেছেন ৮ ছক্কা।
টি-২০ বিশ্বকাপের কোনও এক ম্যাচে এটাই কোনও ভারতীয় ব্যাটারের মারা এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নজির।
টি-২০ বিশ্বকাপে এটা কোনও ভারতীয়র দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। প্রথম স্থানে ২০১০ সালে এই মাঠেই সুরেশ রায়নার করা ১০১ রান। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -