T20 World Cup: ফের গ্রুপ থেকে বিদায়? কোন অঙ্কে সুপার এইটের দরজা খুলতে পারে পাকিস্তানের?
ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল বাবর আজ়মদের। সেমিফাইনালের টিকিট পায়নি পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেও কি বিদায় নেবে পাকিস্তান?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বিশ্বকাপে ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে ৫টি করে দল।
গ্রুপ এ-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, আমেরিকা, কানাডা ও আয়ার্ল্যান্ড।
প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুই দল সুপার এইটে পৌঁছবে।
গ্রুপ এ-তে তিন ম্যাচের তিনটিই জিতে সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে ভারত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আমেরিকা।
৩ ম্যাচে একটি মাত্র জিতে ২ পয়েন্ট রয়েছে পাকিস্তানের ঝুলিতে। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন বাবর আজ়মরা। আমেরিকা ও ভারতের কাছে পরাজয়ের পর কানাডাকে হারিয়েছে পাকিস্তান।
পাকিস্তানকে শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারাতেই হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে, আয়ার্ল্যান্ড যদি আমেরিকাকে হারিয়ে দেয়। সেক্ষেত্রে আমেরিকা ও পাকিস্তানের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকতে পারলে গ্রুপের ২ নম্বর দল হিসাবে সুপার এইটে চলে যেতে পারে পাকিস্তান।
১৪ জুন আমেরিকা বনাম আয়ার্ল্যান্ড ম্যাচে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ফ্লোরিডায়।
সেই ম্যাচ কোনও কারণে বৃষ্টিতে ভেস্তে গেলে কপাল পুড়বে পাকিস্তানের। কারণ পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলে আমেরিকা শেষ করবে ৫ পয়েন্টে। পাকিস্তান শেষ ম্যাচ জিতলেও সেক্ষেত্রে বিদায় নিতে হবে।
যদি ১৬ জুন পাকিস্তান বনাম আয়ার্ল্যান্ড ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৩। সেক্ষেত্রে আইরিশদের কাছে হারলেও আমেরিকা পেয়ে যাবে সুপার এইটের টিকিট। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -