Jasprit Bumrah: বিগ বি-র ভক্ত, ভালবাসেন ধোকলা, যশপ্রীত বুমরার অজানা গল্প
তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার। কেউ কেউ বলেন, তাঁর মতো ম্যাচে ফারাক গড়ে দিতে ভারতীয় ক্রিকেটে আর কখনও কাউকে দেখা যায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলের ভয়ঙ্কর গতি। সঙ্গে নিখুঁত ইয়র্কার। যা ব্যাটারদের কাছে আতঙ্ক সম।
সব মিলিয়ে যশপ্রীত বুমরা ভারতীয় ক্রিকেটের মানচিত্রে আলাদা করে জায়গা করে নিয়েছেন।
তিনি বল করতে এলে ভক্ত অনুরাগীরা বলেন, বুম বুম বুমরা এসে গিয়েছেন। ম্যাচের রং পাল্টে দিতে পারেন নিমেষে।
বুমরার জীবনের কিছু অজানা কাহিনি রইল এই প্রতিবেদনে।
ক্রিকেটের বাইরে সিনেমা দেখতে পছন্দ করেন বুমরা। প্রিয় অভিনেতা? অমিতাভ বচ্চন।
গুজরাতের আমদাবাদের ক্রিকেটার বুমরা। ভালবাসেন গুজরাতি খাবার। প্রিয় পদ? ধোকলা।
খুব অল্প বয়সে বাবাকে হারান বুমরা। তাঁর মা-ই তাঁকে বড় করে তোলেন।
ভারতের হয়ে ৩৬ টেস্টে ১৫৯ উইকেট নিয়েছেন বুমরা। ৮৯টি ওয়ান ডে ম্যাচে পেয়েছেন ১৪৯ উইকেট।
৭০টি টি-২০ ম্য়াচ খেলে ৮৯টি উইকেট পেয়েছেন বুমরা। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -