ODI World Cup: বিশ্বকাপের মঞ্চে সর্বাধিকবার ৩৫০ রানের গণ্ডি পার করেছে এই দলগুলি
নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করেছে অস্ট্রেলিয়া। ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছেন প্যাট কামিন্সরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ম্যাচ মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে আটবার ৩৫০-র অধিক রান করে ফেলল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের মঞ্চে এর থেকে অধিকবার ৩৫০ রানের গণ্ডি আর কেউ পার করেনি।
অস্ট্রেলিয়ার সঙ্গে সঙ্গে একমাত্র দল হিসাবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মঞ্চে আটবার ৩৫০ রানের গণ্ডি পার করেছে।
তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার ঠিক অর্ধেক, অর্থাৎ চারবার বিশ্বকাপের মঞ্চে ৩৫০ রান করেছে টিম ইন্ডিয়া।
গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড নিজেদের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। তবে তারা এই তালিকায় বেশ খানিকটা পিছিয়ে। ইংল্যান্ড মোট তিনবার ৩৫০ রানের গণ্ডি পার করেছেন।
গত বারের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজ়িল্যান্ড ঐতিহাসিক ড্র করেছিল। পরে অবশ্য ইংল্যান্ড খেতাব জেতে। এখানেও কিন্তু কিউয়িরা ইংল্যান্ডের সঙ্গে সঙ্গেই রয়েছে। তারাও তিনবার ৩৫০ রানের গণ্ডি পার করেছে।
প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ় এ বারের বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। তবে তারাও বিশ্বকাপের মঞ্চে দুইবার ৩৫০ রান করেছেন।
সমসংখ্যকবার ৩৫০ রানের গণ্ডি পার করেছে শ্রীলঙ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -