cricketers who have youtube channel: ২২ গজের এই তারকারা সমান জনপ্রিয় নেটমাধ্যমেও

Youtube Channel: ইউটিউবে রাখঢাকহীন মতামত প্রকাশ কর ঝড় তোলেন এই ক্রিকেটাররা।

জনপ্রিয় ইউটিউবদের টেক্কা দেবেন ২২ গজের এই তারকারা (ছবি: পিটিআই)

1/10
অস্ট্রেলিয়ার হয়ে ২০০৩ ও ২০০৭, জোড়া বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে ব্র্যাড হগের। তিনি কিন্তু ইউটিউবের জগতেও বেশ জনপ্রিয়।
2/10
২০১২ সালের জুলাই মাসে নিজের ইউটিউব চ্যানেল খোলেন হগ। অজ়ি তারকার চ্যানেলে এক লক্ষ ৩০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। তিনি নিজের পেজে ভারতের সাফল্য নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যা সাড়ে তিন লক্ষেরও অধিক ভিউ পায়।
3/10
ক্রিকেটার, ধারাভাষ্যকার, প্রশাসক, না না ভূমিকায় রামিজ রাজাকে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে অতীতে।
4/10
রামিজ কিন্তু নেটমাধ্যমেও বেশ জনপ্রিয়। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু নেহাত কম নয়। ১.৭৫ মিলিয়ন লোক তাঁর রামিজ স্পিকস নামক চ্য়ানেল সাবস্ক্রাইব করেছেন।
5/10
আরেক পাকিস্তানি শোয়েব আখতারও এই তালিকায় রয়েছেন। বল হাতে যেমন তিনি আগুনে গতিতে ঝড় তুলতেন,তেমনই তাঁর সোজাসাপ্টা কথাবার্তাও অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে।
6/10
শোয়েবের ইউটিউব চ্যানেলে ৩.৭১ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তাঁর এক ভিডিও তো ১১ মিলিয়ন ভিউ পর্যন্ত পেয়েছে।
7/10
শোয়েবের মতোই নিজের অকপট, রাখঢাকহীন মন্তব্যের জন্য পরিচিত আর অশ্বিন। তাঁরও কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে।
8/10
অশ্বিন ২২ গজে যেমন সাবলীল, তাঁর ইউটিউবে কথোপকথনও তেমন সাবলীল। অশ্বিনের দুরন্ত বিশ্লেষণ এবং খেলার প্রতি আগ্রহ তাঁর চ্যানেলকে বেশ জনপ্রিয় করে তুলেছে।
9/10
ক্রিকেটার থেকে ইউটিউবারের যাত্রাটা দুরন্ত সফলভাবে করেছেন আকাশ চোপড়া। নয়তো ৪.৬৩ মিলিয়ন ইউটিউব ফলোয়ার হওয়া তো আর মুখের কথা নয়।
10/10
ভারতীয় ক্রিকেটের বিষয়ে তো বটেই, এছাড়াও আকাশ চোপড়াকে বিভিন্ন ক্রিকেটীয় পরিভাষা, নিয়ম এইসব না না বিষয়ে কথা বলতেও শোনা যায় তাঁর চ্যানেলে। ছবি- আইসিসি/পিটিআই
Sponsored Links by Taboola