IND vs AUS: খারাপ ফর্ম অব্যাহত রোহিতের, টেস্টে এই তিন তরুণ হয়ে উঠতে পারেন হিটম্য়ানের যোগ্য বিকল্প
দীর্ঘদিন ধরেই রানের মধ্যে নেই তিনি। টেস্টে বাংলাদেশ, নিউজিল্যান্ড সিরিজে ব্য়র্থ হয়েছেন। এবার বর্ডার গাওস্কর ট্রফির শুরুটাও একেবারেই ভাল হল না রোহিত শর্মার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্যানবেরায় প্রস্তুতি ম্য়াচেও রান পাননি। এবার অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টেও ব্যাট হাতে দরকে ভরসা জোগাতে পারলেন না ৩৭ বছর বয়সি ভারতীয় ব্যাটার।
অ্যাডিলেড ওভালে নিজের পছন্দের ওপেনিং স্লট ছেড়ে দিয়েছিলেন কে এল রাহুলের জন্য। পাঁচ নম্বরে নামেন তিনি। যদিও ৩ রানের বেশি করতে পারেননি ভারত অধিনায়ক।
রোহিতের যোগ্য বিকল্প টেস্টে হয়ে ওঠার দৌড়ে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। এই মুহূর্তে অস্ট্রেলিয়া সিরিজেও দলের সঙ্গেই আছেন এই ডানহাতি ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ঈর্ষণীয় রেকর্ড রয়েছে।
অভিমন্যু প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ১০১ ম্য়াচে ৭৬৭৪ রান করেছেন। ঝুলিতে পুরেছেন ২৭টি সেঞ্চুরি ও ২৯টি অর্ধশতরান।
তালিকায় আছেন সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতের তরুণ সেনসেশন রিঙ্কু সিংহ। সাদা বলের ফর্ম্য়াটে জাতীয় দলের নির্ভরযোগ্য তারকা কিন্তু লাল বলেও কার্যকরী হয়ে উঠতে পারেন।
রিঙ্কু প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৫৪.৬৮। ৫০ ম্য়াচে ৩৩৩৬ রান করেছেন। ৭টি শতরান ও ৩৩টি অর্ধশতরান রয়েছে দখলে।
আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে তিন নম্বরে নামেন। টপ অর্ডারে নিজের ছাপ রেখেছেন প্রথম শ্রেণির ক্রিকেটেও। সাই সুদর্শনও এই তালিকায় ওপরের দিকেই থাকবেন।
এখনও পর্যন্ত এই তরুণ বাঁহাতি ব্যাটার ২৮টি প্রথম শ্রেণির ম্য়াচে ১৯৪৮ রান করেছেন। ৭টি শতরান ও ৫টি অর্ধশতরান রয়েছে সংগ্রহে। ম্য়াচের পরিস্থিত বুঝে খেলার ক্ষমতা রয়েছে। রোহিতের বিকল্প হতে পারেন তিনিও।
শেষ ১১ টেস্ট ইনিংসে রোহিত মাত্র একটি অর্ধশতরানের ইনিংস খেলতে পেরেছেন। রান করেছেন ১৩৬। অধিনায়ক হিসেবে বর্ডার গাওস্কর ট্রফি মুম্বই তারকার কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -