IND vs AUS: খারাপ ফর্ম অব্যাহত রোহিতের, টেস্টে এই তিন তরুণ হয়ে উঠতে পারেন হিটম্য়ানের যোগ্য বিকল্প

Rohit Sharma: শেষ ১১ টেস্ট ইনিংসে রোহিত মাত্র একটি অর্ধশতরানের ইনিংস খেলতে পেরেছেন। রান করেছেন ১৩৬। অধিনায়ক হিসেবে বর্ডার গাওস্কর ট্রফি মুম্বই তারকার কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে।

রোহিত শর্মা (ছবি পিটিআই)

1/10
দীর্ঘদিন ধরেই রানের মধ্যে নেই তিনি। টেস্টে বাংলাদেশ, নিউজিল্যান্ড সিরিজে ব্য়র্থ হয়েছেন। এবার বর্ডার গাওস্কর ট্রফির শুরুটাও একেবারেই ভাল হল না রোহিত শর্মার।
2/10
ক্যানবেরায় প্রস্তুতি ম্য়াচেও রান পাননি। এবার অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টেও ব্যাট হাতে দরকে ভরসা জোগাতে পারলেন না ৩৭ বছর বয়সি ভারতীয় ব্যাটার।
3/10
অ্যাডিলেড ওভালে নিজের পছন্দের ওপেনিং স্লট ছেড়ে দিয়েছিলেন কে এল রাহুলের জন্য। পাঁচ নম্বরে নামেন তিনি। যদিও ৩ রানের বেশি করতে পারেননি ভারত অধিনায়ক।
4/10
রোহিতের যোগ্য বিকল্প টেস্টে হয়ে ওঠার দৌড়ে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। এই মুহূর্তে অস্ট্রেলিয়া সিরিজেও দলের সঙ্গেই আছেন এই ডানহাতি ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ঈর্ষণীয় রেকর্ড রয়েছে।
5/10
অভিমন্যু প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ১০১ ম্য়াচে ৭৬৭৪ রান করেছেন। ঝুলিতে পুরেছেন ২৭টি সেঞ্চুরি ও ২৯টি অর্ধশতরান।
6/10
তালিকায় আছেন সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতের তরুণ সেনসেশন রিঙ্কু সিংহ। সাদা বলের ফর্ম্য়াটে জাতীয় দলের নির্ভরযোগ্য তারকা কিন্তু লাল বলেও কার্যকরী হয়ে উঠতে পারেন।
7/10
রিঙ্কু প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৫৪.৬৮। ৫০ ম্য়াচে ৩৩৩৬ রান করেছেন। ৭টি শতরান ও ৩৩টি অর্ধশতরান রয়েছে দখলে।
8/10
আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে তিন নম্বরে নামেন। টপ অর্ডারে নিজের ছাপ রেখেছেন প্রথম শ্রেণির ক্রিকেটেও। সাই সুদর্শনও এই তালিকায় ওপরের দিকেই থাকবেন।
9/10
এখনও পর্যন্ত এই তরুণ বাঁহাতি ব্যাটার ২৮টি প্রথম শ্রেণির ম্য়াচে ১৯৪৮ রান করেছেন। ৭টি শতরান ও ৫টি অর্ধশতরান রয়েছে সংগ্রহে। ম্য়াচের পরিস্থিত বুঝে খেলার ক্ষমতা রয়েছে। রোহিতের বিকল্প হতে পারেন তিনিও।
10/10
শেষ ১১ টেস্ট ইনিংসে রোহিত মাত্র একটি অর্ধশতরানের ইনিংস খেলতে পেরেছেন। রান করেছেন ১৩৬। অধিনায়ক হিসেবে বর্ডার গাওস্কর ট্রফি মুম্বই তারকার কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে।
Sponsored Links by Taboola