Tilak Varma Record: বিশ্ব ক্রিকেটে আর কারও নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ জিতিয়েই নতুন রেকর্ড গড়লেন তিলক

IND vs ENG T20: ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান বোর্ডে তুলে নেয় ইংল্যান্ড। বাটলার সর্বোচ্চ ৪৫ রান করেন। ভারত ৪ বল বাকি থাকতেই জিতে যায় ম্য়াচ।

সূর্যকুমার মাথা নত করে স্বাগত জানাচ্ছেন ম্য়াচের নায়ক তিলককে

1/8
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে ব্যাট হাতে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছিলেন তিলক ভার্মা। শেষ ওভার পর্যন্ত টিকে থেকে দলকে ম্য়াচ জেতান তরুণ এই ব্য়াটার।
2/8
৫৫ বলে অপরাজিত ইনিংস খেলেন তিলক। নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। এই ইনিংস খেলার ফাঁকেই নতুন রেকর্ডের মালিক হলেন তিনি।
3/8
তিলক একমাত্র ব্যাটার বিশ্বের যিনি টানা অপরাজিত থেকে তিনশো বা তার বেশি রান টি-টোয়েন্টি ফর্ম্য়াটে করলেন। অর্থাৎ শেষ কয়েকটি ম্য়াচ মিলিয়ে তিনি এই ফর্ম্য়াটে তিনশোর ওপর রান করেছেন কিন্তু আউট হননি।
4/8
বাউন্ডারি হাঁকিয়ে ম্য়াচ জেতানোর পর গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিল তিলককে। সূর্যকুমারও মাথা নীচু করে স্বাগত জানান বছর বাইশের তরুণকে।
5/8
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটো টি-টোয়েন্টিতে অপরাজিত ১০৭ ও ১২০ রান করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই দুটো ম্য়াচে করলেন অপরাজিত ১৯ ও ৭২ রান।
6/8
এর আগে এই তালিকায় সবার ওপরে ছিলেন নিউজিল্যান্ডের মার্ক চাপম্য়ান। তিনি ২৭১ রান করেছিলেন এই ফর্ম্য়াটে। এরপর আউট হন চাপম্য়ান।
7/8
ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান বোর্ডে তুলে নেয় ইংল্যান্ড। বাটলার সর্বোচ্চ ৪৫ রান করেন।
8/8
রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে ম্য়াচ জিতে যায় ভারত। লোয়ার অর্ডারে তিলককে যোগ্য সঙ্গ দেন রবি বিষ্ণোই। তিনি অপরাজিত থাকেন ৫ বলে ৯ রান করে। ভারত পাঁচ ম্য়াচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে এখন।
Sponsored Links by Taboola