Australian Richest Cricketer: পন্টিং থেকে ম্য়াক্সওয়েল, ক্রিকেট অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ১০ ক্রিকেটার কে কে?
Australian Richest Cricketer Update: অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে প্রথম দশে কোন কোন ক্রিকেটার রয়েছেন, তা দেখে নেওয়া যাক - - -
মার্ক ওয়া ও অ্য়াডাম গিলক্রিস্ট
1/10
ক্রিকেট ছেড়েছেন এই শতকের শুরুতেই। কিন্তু এখনও ধারাভাষ্য ও অন্যান্য ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে আয় করেন। মোট ১০ মিলিয়ন ডলার সম্পত্তি এই মুহূর্তে মার্ক ওয়ার।
2/10
মাইকেল ক্লার্ক ১২ মিলিয়ন ডলারের মালিক এই মুহূর্তে। বিভিন্ন ব্যবসায়ী ও এনডোর্সমেন্টের সঙ্গে জড়িয়ে ক্লার্ক। এছাড়াও ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলেছেন।
3/10
১৫ মিলিয়ন ডলার সম্পত্তির পরিমাণ ম্য়াথু হেডেনের। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি তারকা কমেন্ট্রি ও এনডোর্সমেন্টের জন্য প্রচুর অর্থ আয় করেন।
4/10
অ্য়াডাম গিলক্রিস্টও আছেন এই তালিকায়। কমেন্ট্রি, কোচিং ও এনডোর্সমেন্ট ডিলের জন্য ১৮ লক্ষ টাকা আয় করে থাকেন।
5/10
২০২৩ বিশ্বকাপে আফগানিস্তান ম্য়াচের নায়ক গ্লেন ম্য়াক্সওয়েল। ২ বারের বিশ্বকাপজয়ী অজি তারকা ২০মিলিয়ন সম্পত্তির মালিক।
6/10
এই তালিকায় আছেন প্রাক্তন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও আইপিএল, ফ্র্য়াঞ্চাইজি লিগ সহ বিজ্ঞাপনের জন্য ২৫ মিলিয়ন ডলার আয় করেন।
7/10
প্রাক্তন অজি অধিনায়ক ও বিশ্বকাপয়ী তারকা স্টিভ স্মিথ ৩০ মিলিয়ন ডলার আয় করেন।
8/10
প্রাক্তন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। তিনি প্রায় ৪০ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক। তিনি কমেন্ট্রি ও কোচিং থেকে প্রচুর অর্থ আয় করে থাকেন।
9/10
অস্ট্রেলিয়া ক্রিকেটের অধিনায়ক এই মুহূর্তে প্যাট কামিন্স। তিনি আইপিএলেও খেলেন। প্রায় ৫০ মিলিয়ন ডলার আর্থিক সম্পত্তির মালিক অজি তারকা।
10/10
এই তালিকায় সবচেয়ে ধনী ক্রিকেটারের নাম রিকি পন্টিং। তিনি মোট ৭০ মিলিয়ন ডলাের মালিক।
Published at : 03 Sep 2025 01:42 PM (IST)