Asia Cup: এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কোন বোলার?

Asia Cup Record: এশিয়া কাপে পাঁচ সর্বোচ্চ উইকেটসংগ্রাহকদের তালিকায় রয়েছেন তিন শ্রীলঙ্কান বোলার।

তালিকার শীর্ষে তিন শ্রীলঙ্কান স্পিনার (ছবি: আইসিসি)

1/11
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শাকিব আল হাসানকে। আর শাকিব মানেই বাংলাদেশ দলের স্তম্ভ।
2/11
তারকা অলরাউন্ডার এশিয়া কাপের ১৮ টি ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন।
3/11
শাকিবের থেকে একধাপ এগিয়ে রয়েছেন পাকিস্তানের সঈদ আজমল। পাক তারকা ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত এশিয়া কাপে খেলেছেন।
4/11
মাত্র ১২টি এশিয়া কাপ ম্যাচ খেলেই ২৫টি উইকেট রয়েছে তাঁর দখলে।
5/11
তালিকায় তিন নম্বরেও এক স্পিনার। তিনি শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।
6/11
মাত্র আটটি ম্যাচ খেলে শ্রীলঙ্কার বিস্ময়-স্পিনার মেন্ডিস ২৬টি উইকেট নিয়েছেন এশিয়া কাপে।
7/11
শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরন এশিয়া কাপে মোট ২৪টি ম্য়াচ খেলেছেন। বোলিংয়ে খুব কম রেকর্ডই তাঁর দখলে নেই, যার মধ্যে এটি একটি।
8/11
মরুলিধরন ২৪ ম্যাচে মোট ৩০টি উইকেট নিয়েছেন।
9/11
গোটা তালিকায় প্রায় সবাই স্পিনার হলেও, শীর্ষস্থানে কিন্তু একজন ফাস্ট বোলারই। তিনি লাসিথ মালিঙ্গা।
10/11
ছয়টি এশিয়া কাপ খেলেছেন মালিঙ্গা। তাঁর দখলে ১৫টি ম্যাচে মোট ৩৩টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।
11/11
তালিকার প্রথম পাঁচে কোনও ভারতীয় না থাকলেও রবীন্দ্র জাডেজা শাকিবের খুবই কাছে রয়েছেন। তাঁর দখলে ১৮টি ম্যাচে ২২টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
Sponsored Links by Taboola