WTC Stat: এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচ ইনিংস একঝলকে
তালিকায় শীর্ষে রয়েছেন টম ল্যাথাম। তিনি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন রস টেলরের শেষ টেস্টে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই ম্যাচে ৩৪টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২৫২ রান করেন এই উইকেটকিপার ব্যাটার।
তালিকায় দ্বিতীয় স্থানে কেন উইলিয়ামসন। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন।
২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১৫ রান করেছিলেন কেন। সেই ম্যাচে কেনের ইনিংসের ওপর নির্ভর করে ৪ উইকেট হারিয়ে ৫৮০ রান বোর্ডে তুলেছিল কিউয়িরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে প্রথম শ্রীলঙ্কার ব্যাটার হিসেবে দ্বিশতরান হাঁকিয়ে তালিকায় রয়েছে দীনেশ চান্ডিমল।
গলে হওয়া সেই ম্যাচে অপরাজিত ২০৬ রান করেন এই লঙ্কা ব্যাটার। ১৫টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি।
তালিকায় সবার শেষে স্টিভ স্মিথ। পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২০০ রান করেন স্মিথ।
এই ইনিংসের সঙ্গে সঙ্গেই ২৯টি টেস্ট শতরান করেন স্মিথ। ছুঁয়ে ফেলেন ডন ব্র্যাডম্যানকে।
মার্নাস লাবুশেন রয়েছেন এই তালিকায়। পার্থে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২০৪ রান করেন লাবুশেন।
সেই একই ম্যাচে প্রথম ইনিংসেও অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন লাবুশেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -