Top Run Scorers: প্রথম ১০০ টেস্টে সর্বাধিক গড়ে রান করেছেন এই তারকারা
টেস্টে সর্বাধিক রানের মালিক সচিন তেন্ডুলকর। খুব কমই রেকর্ড রয়েছে যা সচিনের দখলে নেই। এই রেকর্ডটিরও মালিক সচিনই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের প্রথম ১০০টি টেস্টে সর্বাধিক ৫৭.৯৭ গড়ে রান করেছেন সচিন।
টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হলেন রাহুল দ্রাবিড়।
তিনি এই তালিকায়ও দুইয়ে। ১০০টি টেস্টের পর দ্রাবিড়ের গড় সচিনের থেকে সামান্য কম ৫৭.৭৯ ছিল।
নিজের কেরিয়ারের সিংহভাগ সময়টাই তিন নম্বরে ব্যাট করেছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং।
এই তালিকাতেও তিনি তিন নম্বরেই রয়েছেন। দ্রাবিড়ের থেকে পন্টিংয়ের গড় সামান্য কম ৫৭.৭১।
পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ চতুর্থ সর্বোচ্চ গড়ে রান করেছেন।
তাঁর ব্যবধানও তিনে থাকা পন্টিংয়ের থেকে খুবই কম। মিয়াঁদাদ ৫৭.৪২ গড়ে রান করেছেন।
তালিকায় বাকি চারজনই ব্যাটার। তবে ব্যাটের পাশাপাশি জ্যাক ক্যালিস বল হাতেও একাধিক ম্যাচ জিতিয়েছেন।
সচিন, পন্টিংদের থেকে ১০০ টেস্টের পর তাঁর ব্যাটিং গড় সামান্যই কম। ৫৬.৩১ গড়ে প্রথম ১০০ টেস্টে রান করেছেন ক্যালিস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -