Top Run Scorers: প্রথম ১০০ টেস্টে সর্বাধিক গড়ে রান করেছেন এই তারকারা
Highest Averages: প্রথম ১০০টি টেস্টে সর্বাধিক গড়ে রান করা চার ব্যাটারের মধ্যে গড়ের পার্থক্য মাত্র ০.৫৫।
প্রথম ১০০টি টেস্টে সর্বাধিক গড়ে রান করেছেন এই তারকারা (ছবি: আইসিসি)
1/10
টেস্টে সর্বাধিক রানের মালিক সচিন তেন্ডুলকর। খুব কমই রেকর্ড রয়েছে যা সচিনের দখলে নেই। এই রেকর্ডটিরও মালিক সচিনই।
2/10
নিজের প্রথম ১০০টি টেস্টে সর্বাধিক ৫৭.৯৭ গড়ে রান করেছেন সচিন।
3/10
টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হলেন রাহুল দ্রাবিড়।
4/10
তিনি এই তালিকায়ও দুইয়ে। ১০০টি টেস্টের পর দ্রাবিড়ের গড় সচিনের থেকে সামান্য কম ৫৭.৭৯ ছিল।
5/10
নিজের কেরিয়ারের সিংহভাগ সময়টাই তিন নম্বরে ব্যাট করেছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং।
6/10
এই তালিকাতেও তিনি তিন নম্বরেই রয়েছেন। দ্রাবিড়ের থেকে পন্টিংয়ের গড় সামান্য কম ৫৭.৭১।
7/10
পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ চতুর্থ সর্বোচ্চ গড়ে রান করেছেন।
8/10
তাঁর ব্যবধানও তিনে থাকা পন্টিংয়ের থেকে খুবই কম। মিয়াঁদাদ ৫৭.৪২ গড়ে রান করেছেন।
9/10
তালিকায় বাকি চারজনই ব্যাটার। তবে ব্যাটের পাশাপাশি জ্যাক ক্যালিস বল হাতেও একাধিক ম্যাচ জিতিয়েছেন।
10/10
সচিন, পন্টিংদের থেকে ১০০ টেস্টের পর তাঁর ব্যাটিং গড় সামান্যই কম। ৫৬.৩১ গড়ে প্রথম ১০০ টেস্টে রান করেছেন ক্যালিস।
Published at : 29 Dec 2022 11:56 AM (IST)