Test Record: লাল বলের ক্রিকেটে সর্বাধিক অপরাজিত শতরান করেছেন কারা?
অস্ট্রেলিয়ান দলের সফলতম অধিনায়কদের অন্যতম হলেন অ্যালান বর্ডার। ৮০-র দশকে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের বড় ভরসা ছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই কিংবদন্তি অজি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। বর্ডার টেস্টে ১১ বার অপরাজিত শতরান করেছেন।
তালিকায় এরপরেও আরেক অস্ট্রেলিয়ান রয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসের সফলতম টেস্ট অধিনায়ক স্টিভ ওয়া।
স্টিভ অধিনায়ক হিসাবে দুরন্ত হওয়ার পাশাপাশি দারুণ ব্যাটারও ছিলেন। মোট ১৫বার টেস্টে শতরান করে অপরাজিত থেকেছেন তিনি।
মতান্তরে জ্যাক ক্যালিস বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার। তবে কেবল ব্যাট হাতেও তিনি যে কোনও দলেই নিজের জায়গা পাকা করে নিতে সক্ষম ছিলেন।
সচিন তেন্ডুলকরের পর টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শতরান করেছেন ক্যালিস। তাঁর দখলেও ওয়ার মতো ১৫টি অপরাজিত টেস্ট শতরান রয়েছে।
ক্রিকেটের ইতিহাসে খুব কম রেকর্ডই রয়েছে, যা সচিন তেন্ডুলকরের দখলে নেই। টেস্টে সর্বকালের সর্বোচ্চ শতরানকারী, সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।
তবে সচিন কিন্তু এ তালিকায় শীর্ষে নেই। ভারতীয় কিংবদন্তি ১৬টি অপরাজিত টেস্ট শতরান করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
শিবনারায়ণ চন্দ্রপল তাঁর আজব ব্যাটিং স্টান্সের জন্য বিখ্যাত ছিলেন। তবে ব্যাটার হিসাবে তাঁর রেকর্ড অন্যতম সেরা।
তিনি ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহক নন বটে। তবে ১৮টি অপরাজিত টেস্ট শতরান করে এই তালিকায় তিনিই এক নম্বর। ২০১৩ সালে তিনি সচিনকে পিছনে ফেলে এই তালিকার শীর্ষে পৌঁছন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -