ICC Cricket WC Qualifier: শতরান করে ইতিহাস গড়লেও দলকে জেতাতে পারলেন না আমিরশাহির আসিফ
আইসিসির ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-র ম্যাচে মাত্র ৪১ বলে শতরান হাঁকিয়ে ইতিহাস গড়েন সংযুক্ত আরব আমিরশাহির আসিফ খান। তাঁর দৌলতেই ৫০ ওভারে ৩১০/৬ তোলে আমিরশাহি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাসোসিয়েট দেশের খেলোয়াড় হিসাবে ওয়ান ডের ইতিহাসে এটি সর্বকালের দ্রুততম শতরানই বটে।
তবে ইতিহাস গড়েও আমিরশাহিকে জেতাতে পারলেন না আসিফ। নেপালের মিডল অর্ডারের তারা আমিরশাহিকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৯ রানে পরাজিত করে।
এই ম্যাচ জেতায় নেপাল কিন্তু আসন্ন বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার দৌড়ে টিকে রইল। অবশ্য তাঁদের আরও ১০টি দলের সঙ্গে লড়াই করে নিজেদের জায়গা পাকা করতে হবে।
অবশ্য আসিফের শতরান অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হলেও, এবি ডিভিলিয়ার্সের ২০১৫ সালে করা ৩১ বলে শতরানই ওয়ান ডের ইতিহাসে দ্রুততম।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৪ সালে ৩৬ বলে শতরান হাঁকিয়েছিলেন।
কোরির আগে দীর্ঘ ১৮ বছর এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তরুণ আফ্রিদি মাত্র ৩৭ বলে শতরান হাঁকিয়ে হুলুস্থুলু ফেলে দিয়েছিলেন।
শাহিদের পরেই নিজের জায়গা করলেন আসিফ। ৪৪ বলে শতরান হাঁকিয়ে আসিফের পরে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা মার্ক বাউচার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -