Vaibhav Suryavanshi: ২১১ বলে ৪৬৬ রান, ৩৬ চার, ৪৪ ছক্কা! টি-২০ ক্রিকেটে বৈভবের রেকর্ড তাক লাগাবে
Indian Cricket: বছর বয়সে এমন পারফর্ম করেছে যা ক্রিকেট ভক্তদের অবাক করেছে।
Continues below advertisement
চর্চায় বৈভব। - IANS
Continues below advertisement
1/10
ভারতের উদীয়মান তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৫-এ সবচেয়ে বেশি আলোচনায় ছিল। মাত্র ১৪ বছর বয়সে এমন পারফর্ম করেছে যা ক্রিকেট ভক্তদের অবাক করেছে।
2/10
টি-২০ ক্রিকেটে তার পরিসংখ্যান কোনও বড় মাপের আন্তর্জাতিক খেলোয়াড়ের থেকে কম নয়। কী বলছে রেকর্ডবুক?
3/10
বৈভব সূর্যবংশী টি-২০ তে মাত্র ১১টি ম্যাচ খেলেছে, কিন্তু এই ম্যাচগুলিতে সে ২১১ বলে ৪৬৬ রান করেছে।
4/10
টি-২০ ক্রিকেটে বৈভব সূর্যবংশী ৩৬টি চার এবং ৪৪টি ছক্কা হাঁকিয়েছে।
5/10
২২০.৮৫-এর ভয়ঙ্কর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বৈভব। এই পরিসংখ্যানগুলি বলছে যে বৈভব যখন ক্রিজে টিকে থাকে, ম্যাচ একতরফা হয়ে যায়।
Continues below advertisement
6/10
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তার ঝোড়ো সেঞ্চুরি মাত্র ৩২ বলে এসেছিল। বৈভব ৪২ বলে ১৪৪ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
7/10
বৈভব টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে কম বয়সে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান। এই রেকর্ডটি এর আগে ফ্রান্সের গুস্তাভ ম্যাককনের নামে ছিল।
8/10
গুস্তাভ ১৮ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। বৈভব মাত্র ১৪ বছর ২৩২ দিনে সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
9/10
ভারতের সিনিয়র ক্রিকেট দলেও বৈভবকে অন্তর্ভুক্ত করার দাবি ক্রমশ জোরাল হচ্ছে।
10/10
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট খেলতে বৈভব আপাতত কলকাতায়। - পিটিআই
Published at : 28 Nov 2025 02:43 PM (IST)