Vaibhav Suryavanshi: বেড়ে গিয়েছে ওজন, দ্রাবিড়ের পরামর্শে প্রিয় খাবার ছেঁটে ফেলল আইপিএলে সাড়া ফেলা বৈভব
Indian Cricket Team: আইপিএলে হইচই ফেলে দিয়েছিল বৈভব সূর্যবংশী। তাঁকে সকলে ভারতীয় ক্রিকেটের বিস্ময় কিশোর বলছেন।
Continues below advertisement
বৈভবের খাদ্যাভাসে বদল? - আইএএনএস
Continues below advertisement
1/10
আইপিএলে হইচই ফেলে দিয়েছিল বৈভব সূর্যবংশী। তাঁকে সকলে ভারতীয় ক্রিকেটের বিস্ময় কিশোর বলছেন।
2/10
মাত্র ১৪ বছর বয়সে আইপিএল অভিষেক। যা আইপিএলে ইতিহাস।
3/10
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছিল বৈভব। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি।
4/10
সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরিও ছিল বৈভবের সেই ইনিংস। ভেঙে গিয়েছিল ইউসুফ পাঠানের রেকর্ড।
5/10
তবে আইপিএলের পরই বৈভবের ওজন কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর এর জন্য তাকে মেনে চলতে হচ্ছে কড়া ডায়েট।
Continues below advertisement
6/10
লিট্টি চোখা অসম্ভব প্রিয় ডিশ বিহারের কিশোরের। যদিও সেই পদ আর খাচ্ছে না বৈভব।
7/10
তার বাবা সঞ্জীব সূর্যবংশী জানিয়েছেন, লিট্টি চোখা খাওয়া ছেড়ে দিয়েছে বৈভব।
8/10
বৈভবের বাবা জানিয়েছেন, রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ মেনে ওজন কমাতে সচেষ্ট তাঁর ছেলে। সেই জন্যই বাদ লিট্টি চোখা।
9/10
বৈভব নিয়মিত জিমে যাচ্ছে। ভারসাম্যযুক্ত খাবার খাচ্ছে। জানিয়েছেন তার বাবা।
10/10
ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরের দলে সুযোগ পেয়েছে বৈভব। ছবি - আইএএনএস
Published at : 18 Jun 2025 08:42 PM (IST)