Varun Chakravarthy: কেকেআরের ব্যাকিং, বোলিংয়ে বদল, কোন মন্ত্রে চার বছর পর জাতীয় দলে ফিরলেন বরুণ চক্রবর্তী?
২০২১ সালের বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। তবে খারাপ পারফরম্যান্সের পর টিম ইন্ডিয়ার থেকে অনেকটাই দূরে ছিটকে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে অবশেষে তিনি জাতীয় দলে ফিরলেন এবং দুরন্তভাবে ফিরলেন। বাংলাদেশের বিরুদ্ধে নিজের কামব্যাক ম্যাচেই তিনটি উইকেট নেন।
বরুণ জানান তাঁর কামব্যাকের জন্য সবথেকে বড় অনুপ্রেরণা ছিল তাঁর পরিবার, যারা সবসময় তাঁর পাসে থেকেছেন।
তারপর তামিলনাড়ু ক্রিকেট সংস্থা, কেকেআরকেও তাঁদের ব্যাকিংয়ের জন্য কৃতজ্ঞতা জানান বরুণ।
আর তাঁর বোলিংয়ে কী বদল ঘটেছে ? বরুণের মতে তিনি সাইড স্পিন বোলার থেকে ওভার স্পিন বোলারে পরিণত হয়েছেন।
বরুণ বলেন, 'এই পরিবর্তনটা খুবই সূক্ষ্ম কিন্তু এটায় নিপুন হতে আমার দুই বছরেরও বেশি সময় লেগেছে। টিএনপিএল, আইপিএলে চেষ্টা করার পরেই এই স্তরে বল করেছি।'
মানসিকভাবে শক্তিশালী হওয়ার দিকে নজর দিলেও, টেকনিক্যালি আরও দক্ষ হওয়ার দিকেই বাড়তি চাপ দেন বরুণ।
দলে তাঁর নাম না দেখে হতাশ হতেন, তবে নিজিকে তাঁতাতেও এটাই কাজে লাগাতেন বরুণ। 'দল ঘোষণা হলেই ভাবতাম কেন আমি সুযোগ পাচ্ছি না? সেটাই হাল না ছেড়ে লড়াই চালানোর জন্য আমায় অনুপ্রেরণা জোগায়।'
বিগত দুই মরশুমে আইপিএলে ২৮ ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন বরুণ। কামব্যাকেও দুরন্ত পারফরম্যান্সের পর তাঁর আত্মবিশ্বাস নিশ্চয়ই তুঙ্গে থাকবে। এবার তারকা স্পিনারের সামনে লড়াইটা শুধু নিজের ফর্ম অব্যাহত রাখা। ছবি: বিসিসিআই-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -