Vijay Hazare Trophy: শেষ মুহূর্তে কেন কোহলিদের বিজয় হাজারে ট্রফির ম্যাচের ভেন্যু বদলানো হল?
VHT 2025-26: বুধবার, ২৪ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফির ম্যাচগুলি।
Continues below advertisement
বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে হবে কোহলিদের ম্যাচ
Continues below advertisement
1/9
১৫ বছর, প্রায় দেড় দশক পর ফের একবার ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফি খেলতে মাঠে নামছেন বিরাট কোহলি।
2/9
ঋষভ পন্থের নেতৃত্বাধীন তারকাখচিত দিল্লির দলে বিরাট কোহলি, ঈশান্ত শর্মারাও রয়েছেন।
3/9
দিল্লির ম্যাচগুলি প্রাথমিকভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামেই আয়োজিত হওয়ার কথা ছিল। তবে একেবারে শেষবেলায় মঙ্গলবার বদলে যায় ম্যাচের ভেন্যু।
4/9
কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে সোমবার কর্ণাটক পুলিশ, ফায়ার সেফটি আধিকারিক এবং পূর্ত দফতরের আধিকারিকরা চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন।
5/9
কর্ণাটকের গৃহ মন্ত্রালয় মঙ্গলবার রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টেই নিরাপত্তার অভাবের বিষয়টি বলা হয়েছে। এই কারণেই ম্যাচগুলি চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল।
Continues below advertisement
6/9
কর্ণাটকের গৃহ মন্ত্রালয় মঙ্গলবার রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টেই নিরাপত্তার অভাবের বিষয়টি বলা হয়েছে।
7/9
নিরাপত্তাজনিত কারণেই ম্যাচ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এই ম্যাচগুলির শহরের কেন্দ্র থেকে দূরে বন্ধ দরজার পিছনে খেলা হবে যাতে সমর্থকরা কোনওভাবেই ভিড় জমাতে না পারেন।
8/9
জুন মাসে আরিসিবির আইপিএল জয়ের পর বিজয়োৎসবে একাধিক মানুষ চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে মারা যান। তারপর থেকে চিন্নাস্বামীতে আর কোনও বড় স্তরের ম্যাচ খেলা হয়নি।
9/9
বিজয় হাজারে ট্রফি দিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে ক্রিকেট ফেরার কথা ছিল। তবে তা আপাতত হচ্ছে না।
Published at : 24 Dec 2025 12:45 AM (IST)