Virat Kohli: ফের অস্ট্রেলিয়ার মাটিতে জ্বলে উঠবেন কোহলি? অজ়িভূমে একাধিক রেকর্ডের হাতছানি বিরাটের সামনে
বিরাট কোহলির সামনে কিন্তু এই সিরিজ়েই ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। বিরাট কোহলি সর্বোচ্চ রানসংগ্রাহক হতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় হিসাবে সর্বাধিক রান করেছেন সচিন তেন্ডুলকর। বিরাট কোহলি এই সিরিজ়ে আর ৪৫৮ রান করলেই ভারতীয় হিসাবে অজ়িদের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন।
সচিনের আরও একটি রেকর্ডেও ভাগ বসাতে পারেন কোহলি। আসন্ন সিরিজ়ের প্রথম দুই টেস্ট খেললেই সচিনের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে অজ়িভূমে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব গড়বেন কোহলি।
অ্যাডিলেডে এক তরুণ বিরাট কোহলির শতরানের পর গর্জন এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে গাঁথা রয়েছে।
অ্যাডিলেড ওভাল বরাবরই তাঁর পছন্দের মাঠ। তিনি এই মাঠেই তিনটি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর একটি সেঞ্চুরি হাঁকালেই এই মাঠে সর্বকালের সর্বাধিক শতরান হাঁকানোর রেকর্ড গড়ে ফেলবেন তিনি।
সচিনের পাশাপাশি আসন্ন সিরিজ়ে আরেক কিংবদন্তি ব্রায়ান লারাকেও কিন্তু পিছনে ফেলতে পারেন কোহলি।
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে আর ১০২ রান করলেই কোহলি লারাকে পিছনে ফেলে ওভালে সর্বাধিক রান করা বিদেশি ব্যাটার হয়ে যাবেন।
বর্ডার-গাওস্কর ট্রফিতে কোহলি বরাবরই নজর কেড়েছেন। বারংবার খারাপ ফর্মও কাটিয়ে উঠেছেন। এবারও তেমনটাই হলে, কোহলি যদি আর চারটি শতরান হাঁকাতে পারেন তাহলে তিনি অজ়িভূমে সর্বাধিক শতরানকারী বিদেশি ক্রিকেটার হয়ে যাবেন।
কোহলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় ছয়টি শতরান করেছেন। আর চারটি সেঞ্চুরি হাঁকালেই জ্যাক হবসকে পিছনে ফেলে দেবেন তিনি।
পাশাপাশি আর ৫৭৪ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে তিনি অজ়িভূমে ৪০০০ আন্তর্জাতিক রান করবেন। ছবি- আইসিসি, বিসিসিআই, গেটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -