WTC Final 2023: চাই ১০৪ রান, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি কোহলির সামনে
২০০৭ ও ২০১১ সালে ভারতের দুই বিশ্বকাপ জয়েই গৌতম গম্ভীর দুরন্ত পারফর্ম করেন। তিনি আইসিসি ফাইনালে মাত্র দুই ইনিংসে ১৭২ রান করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের সময়ে ব্যাট হাতে বোলারদের শাসন করতেন ভিভ রিচার্ডস। তাঁকে অনেকে সর্বকালের সেরা ব্যাটারও মনে করেন। ভিভ আইসিসি ফাইনালে তিন ইনিংসে ১৭৬ রান করেছেন।
২০১১ সালের বিশ্বকাপজয়ী তারকা বিরাট কোহলি ছয় ইনিংসে ২১৭ রান করেছেন। তবে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁর সামনে সবাইকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
কোহলি বাদে এই তালিকায় বর্তমানে খেলা চালিয়ে যাওয়া একমাত্র ক্রিকেটার কেন উইলিয়ামসন। তিনি পাঁচ ফাইনালে ২২৭ রান করেছেন।
আইসিসি ট্রফি জয়ের নিরিখে অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড ঈর্ষণীয়। প্রাক্তন অজি অধিনায়ক কিন্তু ছয় ইনিংসে ২৪৭ রান করে দলকে বরাবরই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
পন্টিংয়ের অজি দলের বিশ্বস্ত সৈনিক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। কিংবদন্তি অজি মাত্র চারটি ফাইনাল খেলে ২৬২ রান করেছেন।
তালিকার শীর্ষে দুই শ্রীলঙ্কান তারকা। প্রথমে আসেন মাহেলা জয়বর্ধনে। তিনি সাত ম্যাচে ২৭০ রান করেছেন।7
আর সবার প্রথমে জয়বর্ধনের বন্ধু ও দীর্ঘদিনের সতীর্থ, আইসিসি হল অফ ফেমার কুমার সাঙ্গাকারা। তিনি সাতটি আইসিসি ফাইনালে মোট ৩২০ রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -