Virat Kohli Record: রেকর্ড ভাঙা গড়া যেন হাতের ময়লা, দ্বীপরাষ্ট্রেও বিরাটের সামনে নতুন নজির গড়ার হাতছানি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি। এখন ওয়ান ডে ও টেস্টে খেলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও নতুন মাইলস্টোন গড়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত।

আগামী ২ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ। কুড়ির ফর্ম্যাটে না থাকলেও দেশের জার্সিতে ওয়ান ডে সিরিজে ফিরছেন বিরাট।
আর ১৫২ রান করতে পারলেই বিরাট কোহলি আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক হবেন। তার জন্য তিনটি ম্য়াচ পাবেন তিনি।
আপাতত ২৯২টি ওয়ান ডে ম্য়াচে ১৩,৮৯৮ রান ঝুলিতে পুরেছেন কিং কোহলি। ৫৮.৬৭ গড়ে রান তুলেছেন তিনি।
বিরাটের ঝুলিতে রয়েছে ৫০টি শতরান ও ৭২টি অর্ধশতরান। ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৩।
যদি এমনটা হয়, তবে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার ওয়ান ডে রানের মালিক হবেন সচিন। তার আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৮,৪২৬) ও কুমার সাঙ্গাকারা (১৪,৪২৬)।
আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৭ হাজার রান পূরণ করার হাতছানি রয়েছে বিরাটের সামনে। এখনও পর্যন্ত ২৬,৮৮৪ রান করেছেন কিং কোহলি।
এই মাইলস্টোনও স্পর্শ করলে বিশ্বের চতুর্থ প্লেয়ার হিসেবে ২৭ হাজার রান আন্তর্জাতিক ক্রিকেটে পূরণ করার নজির গড়বেন কোহলি। তাঁর আগে রয়েছেন সচিন, সাঙ্গাকারা, পন্টিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -