Virat Kohli: শিবমন্ত্রেই অজি দূর্গে দাপট? বিরাটের এই অজানা কাহিনি ফাঁস করে দিলেন গম্ভীর
বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের পোস্টা বয়। বুধবার বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে কোহলি ও গম্ভীরের আড্ডার ভিডিও পোস্ট করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেখানেই বিরাটের ২০১৪ মরশুমে অস্ট্রেলিয়া সফরে দুরন্ত ব্যাটিংয়ের প্রসঙ্গ টেনে এনেছিলেন গম্ভীর। সেই সিরিজে ৬৯২ রান করেছেন কোহলি।
সেই সিরিজে কীভাবে এত সাফল্য পেয়েছিলেন বিরাট? সেই খোলসাই করলেন গম্ভীর।
ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ জানান, ''সেই সিরিজে বিরাট দুরন্ত পারফর্ম করেছিল। আমাকে খালি বলত ও প্রতিটি বল খেলার আগে ওঁম নমঃ শিবায়া বলে উঠত।
বিরাট সেবার অস্ট্রেলিয়া সফরে বিরাটের ব্যাট থেকে অ্যাডিলেডে এসেছিল ১১৫, মেলবোর্নে ১৬৯ ও সিডনিতে ১৪৭ রান এসেছিল।
গম্ভীর নিজের নেপিয়ারের ইনিংসের সঙ্গে বিরাটের অস্ট্রেলিয়া সফরের ফর্মের তুলনা টেনেছিলেন। নেপিয়ারে ৬৪৩ মিনিট ব্যাটিং করে ভারতের ত্রাতা হয়ে উঠেছিলেন গম্ভীর সেই ম্য়াচ।
২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন গম্ভীর। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন বিরাটও। দু জনেই সেই ভিডিও ক্লিপ দেখলেন। একই সঙ্গে আড্ডা মারলেন জমিয়ে। যা ভারতীয় ক্রিকেট প্রেমীরাও দেখতে পারবেন বিসিসিআই টিভিতে।
আড্ডায় একটি অংশ দেখা যায় যে বিরাট ভারতীয় দলের হেডকোচকে প্রশ্ন করছেন, ''মাঠে খেলার সময়, ব্যাটিংয়ের সময় তুমি প্রতিপক্ষ প্লেয়ারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে। তা কোনওভাবে কি তোমার মনঃসংযোগে ব্যাঘাত ঘটাত? কোনও সমস্যা হয়েছে?''
কোহলির এই প্রশ্নের উত্তরে হেসেই সঙ্গে সঙ্গে প্রাক্তন বাঁহাতি ওপেনার জানান, আমার থেকে মাঠে তোমার ঝগড়া বেশি হয়েছে। তাই আমার মনে হয় তুমি এই প্রশ্নের জবাব ভাল দিতে পারবে।'' দুজনেই হেসে ওঠেন এরপর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -