Virat Kohli:খাবার থেকে সতীর্থ বদলালেও বদলায়নি সাফল্যের খিদে, রঞ্জি প্রত্যাবর্তনের আগে কোহলির কড়া অনুশীলন

Ranji Trophy: ২০১২ সালে উত্তর প্রদেশের বিরুদ্ধে ম্যাচের পর ফের একবার রঞ্জিতে খেলতে নামছেন কোহলি।

দিল্লির অনুশীলনে খোশমেজাজে কোহলি (ছবি: পিটিআই)

1/10
মঙ্গলবার যে তিনি দিল্লি রঞ্জি দলের অনুশীলনে যোগ দেবেন তা আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। সেইমতোই জমিয়ে অনুশীলন সারলেন তিনি।
2/10
মঙ্গলবার কোটলায় সকাল নয়টায় তাঁর কালো রঙের গাড়ি বীরেন্দ্র সহবাগ গেট দিয়ে কোটলায় ঢোকা থেকেই তাঁর দিকে নজর ছিল। পাক্কা তিন ঘণ্টা মাঠে ছিলেন তিনি।
3/10
দলের তরুণ ক্রিকেটার থেকে কোচ শরণদীপ, সকলকেই কোহলি-মহিমায় মুগ্ধই দেখায়। সকলের সঙ্গেই কথা বললেও, তাঁর অনূর্ধ্ব ১৯ সময়কার কোচ এবং বর্তমান দলের প্রশাসনিক ম্যানেজার মহেশ ভাটির সঙ্গেই সবথেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখা যায় কোহলিকে।
4/10
এদিন বিরাটের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর আগেরকার সময়ের কাছের ক্রিকেটার বন্ধু শাভেজ়ও উপস্থিত ছিলেন। একসঙ্গে আড্ডা, হাসিখুশি মেজাজে অনুশীলন সবটাই চলে।
5/10
যতই গুরুত্বহীন ঘরোয়া ক্রিকেট ম্যাচ হোক না কেন, সেই একই একাগ্রতার সঙ্গেই অনুশীলন সারেন তিনি। ৩৫ মিনিট ওয়ার্ম আপের পর ১৫ মিনিটের ফুটবল খেলা, তারপর কয়েকটা দৌড় এবং তারপরেই নেটে ব্যাটিংয়ের উদ্দেশ্যে যান তিনি।
6/10
আয়ুষ বাদোনিকে প্রাথিমকভাবে নেট ছেড়ে দিলেও তারপর দুইজনে অদল বদল করে ব্য়াটিং সারেন।
7/10
থ্রো ডাউনের বিরুদ্ধে মূলত ব্যাক ফুটে পুল শট খেলতেই দেখা যায় কোহলিকে।
8/10
এরপরে নেটে স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করেন তিনি। হালে তাঁর ফর্ম ভাল না চললেও, দিল্লির নেটে তাঁকে কার্যত অপ্রতিরোধ্যই দেখায়।
9/10
তবে অনুশীলনে ডিডিসিএ কর্তারা কোহলির পছন্দের ছোলে-পুরি আনিয়ে রাখলেও, তিনি তা খাবেন না বলে সাফ জানিয়ে। অবশ্য অনুশীলন শেষে কাড়ি চাওয়াল খান বিরাট।
10/10
প্রসঙ্গত, এই ম্যাচে বিরাটকে দলের অধিনায়কত্ব করারও প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি তা ফিরিয়ে দেন। ফলে আয়ুষ বাদোনিই দিল্লি দলকে রেলওয়েজ়ের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন এবং তাঁর তত্ত্বাবধানেই খেলবেন কোহলি। ছবি- পিটিআই।
Sponsored Links by Taboola