Virat Kohli: বছরখানেক খেলেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিশের বিশ্বকাপে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন তো কোহলি?

Indian Cricket Team: বিরাটের মতো রোহিত শর্মাও বছরখানেক ধরে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক না খেললেও, নির্বাচকরা তাঁকে দলের অধিনায়ক হিসাবে দেখতে চান।

ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলবেন না বিরাট? (ছবি: পিটিআই)

1/10
তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। দুর্দান্ত ফর্মেও রয়েছেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন। তাও টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি পরিকল্পনায় নেই কোহলি।
2/10
দিনকয়েক আগেই কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলী এবং বিসিসিআই আধিকারিকরা বৈঠকে বসেছিলেন। সেখানেই ভবিষ্যতের রোডম্যাপ নিয়ে আলাপ আলোচনা করা হয়। যেখানে কোহলির পরিকল্পনায় না থাকার বিষয়টি সামনে আসে।
3/10
বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজ়ে ছিলেন না বিরাট রোহিত। দক্ষিণ আফ্রিকায়ও বিশ ওভারের সিরিজ় খেলবেন না এঁরা। দুইজনের কেউই গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতের হয়ে বিশ ওভারের ফর্ম্যাটে খেলেননি।
4/10
বিশ্বকাপের দল নির্বাচনের আগে ভারতীয় দল আর মাত্র তিনটি বিশ ওভারের ম্যাচ খেলবে। তাই দুই মহাতারকার নিজেদের প্রমাণ করার সুযোগও কম।
5/10
তবে রিপোর্টে দাবি করা হচ্ছে নির্বাচকরা যেখানে চাইছেন রোহিত দলকে নেতৃত্ব, সেখানে কোহলিকে নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন।
6/10
বোর্ডের বৈঠকে উপস্থিত এক বিসিসিআই আধিকারিক নাম না করে জানান যে বোর্ডের তরফে টি-টোয়েন্টি দলে তিন নম্বরে এমন একজনকে চাওয়া হচ্ছে যে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে পারবেন। এক্ষেত্রে কোহলির বদলে এক্ষেত্রে ঈশান কিষাণকে তিনের দৌড়ে সবার আগে রাখা হচ্ছে।
7/10
তাহলে কি বিরাট কোহলিকে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে খেলতে দেখা যাবে না?
8/10
ওই আধিকারিক জানাচ্ছেন এক্ষেত্রে বিরাটের আইপিএল পারফরম্যান্সটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাঁর ভিত্তিতেই কোহলির সুযোগ পাওয়া বা না পাওয়া অনেকটা নির্ভরশীল।
9/10
সমস্যা এক্ষেত্রেও রয়েছে। কোহলি তাঁর ফ্র্যাঞ্চাইজি আরসিবির হয়ে ওপেন করেন আইপিএলে। কিন্তু ভারতীয় দলের ওপেনিং পজিশনে কোনও জায়গা নেই।
10/10
রোহিতের সঙ্গে গিল বা যশস্বী জয়সওয়ালকেই ওপেনিংয়ে দেখা যাবে। তবে গোটা বিষয়টা এখনও পর্যন্ত রিপোর্টের পর্যায়ে। তেমন নিশ্চিত করে কিছুই জানা যায়নি।
Sponsored Links by Taboola