Indian Cricket Team: ভারতের হয়ে আইসিসি ইভেন্টে সর্বাধিকবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কোন ক্রিকেটার?
পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে ঝড় তুলেছিলে যশপ্রীত বুমরা। অনবদ্য় বোলিং স্পেলে ভারতকে মাত্র ১১৯ রান ডিফেন্ড করে ম্যাচ জিততে সাহায্য করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বিশ্বকাপের দুই ম্যাচেই ম্য়াচ সেরার পুরস্কার ওঠে বুমরার হাতে। পাকিস্তানের বিরুদ্ধে ১৪ রানের বিনিময়ে তিন উইকেট ও আয়ার্ল্যান্ডের বিনিময়ে ছয় রানে দুই উইকেট নিয়েছেন বুমরা।
তিনিই আইসিসি ইভেন্টে ভারতের হয়ে ষষ্ঠ সর্বাধিকবার ম্যাচসেরা হয়েছেন। পাঁচবার আইসিসি ইভেন্টে সেরার পুরস্কার জিতেছেন তিনি।
২০০৩ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটার হিসাবেও আইসিসি ইভেন্টে তাঁর রেকর্ড বেশ ঈর্ষণীয়। সৌরভ আইসিসি টুর্নামেন্টে ছয়বার ম্যাচ সেরা হয়েছেন।
সৌরভের ২০০৩ বিশ্বকাপ দলের অংশ ছিলেন যুবরাজ সিংহ। সাদা বলের ক্রিকেটে ভারতের সর্বসেরা ম্যাচ উইনারদের অন্যতম তিনি।
২০০৭ ও ২০১১ বিশ্বজয়ী ভারতীয় অলরাউন্ডার আইসিসি ইভেন্টে নয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
ভারতীয় দলের বর্তমান অধিনায়ক এই তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। রোহিত শর্মা মোট ১০ বার আইসিসি ইভেন্টে ম্যাচ সেরা হয়েছেন।
২০১১ সালের বিশ্বকাপজয়ী, মতান্তরে সর্বকালের সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর।
তিনি রোহিতের সঙ্গে যুগ্মভাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন 'মাস্টার ব্লাস্টার'।
তালিকায় এক নম্বরে বিরাট কোহলি। তিনি সচিন, রোহিতদের থেকেও এগিয়ে। এখনও পর্যন্ত ১২বার আইসিসি টুর্নামেন্টে ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -