Indian Cricket Team: বিরাট, রোহিতের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা, বিগত পাঁচ বছরে কী বলছে দুই মহাতারকার রেকর্ড?
সিরিজ়ের শুরুটা পারথে সেঞ্চুরি হাঁকিয়েই করেছিলেন বিরাট কোহলি। তবে সময় যত এগিয়েছে, বারংবার একইভাবে অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরাট কোহলির এই দুর্বলতা নতুন নয়, কিন্তু এত অভিজ্ঞ একজন ব্যাটার বারংবার একইভাবে আউট হওয়ায় স্বাভাবিকভাবেই চারিদিকে সমালোচনার ঝড়।
জানুয়ারি ২০২০ সাল থেকে ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত কোহলি মোট ৩৮ ম্যাচে ৬৭ ইনিংস খেলেছেন।
কোহলি এই সময়ে ৪৯.২৬ স্ট্রাইক রেট ও ৩১.৩৩ গড়ে মোট ২০০৫ রান করেছেন।
অপরদিকে, কোহলির মতো আরেক মহাতারকা রোহিত শর্মার অবস্থাও একইরকম। কোচ গৌতম গম্ভীর দুই তারকারই অবসরের বিষয়টা খর্ব করে জানিয়ে দিয়েছেন যে দুইজনেরই এখনও ভারতীয় দলকে দেওয়ার অনেক কিছু রয়েছে।
তবে রোহিতের সমালোচনা তাতে এতটুকুও কমছে না। সিডনি টেস্টে তো তিনি একাদশেই জায়গা পাননি। যদিও সেটা দলের স্বার্থেই বলেই দাবি করেছেন ভারতীয় অধিনায়ক।
রোহিত শর্মা ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত মোট ৬৩ টি টেস্ট ইনিংস খেলেছেন।
এই সময়ে রোহিত ৩৬-র গড়ে ২১৬০ রান করেছেন মোট। সর্বাধিক ১৬১ রানের ইনিংস খেলেছেন। তবে এই রানের সিংহভাগটাই এসেছে ঘরোয়া সিরিজ়ে।
সেই কারণেই রোহিত আরও বেশি করে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -