Virat Kohli: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?

তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির মালিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ওয়ান ডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ সহ জিতেছেন একাধিক ট্রফি। বলা হয়, আধুনিক ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলিই।

সম্প্রতি দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেললেন প্রায় ১৩ বছর পর। তাঁকে দেখতে মাঠ কানায় কানায় ভরে গিয়েছিল। যা ব্যতিক্রমী ছবি।
অথচ সেই বিরাট কোহলির আক্ষেপ রয়ে গিয়েছে জীবনে। একজনের সঙ্গে ইচ্ছে থাকলেও আর কোনওদিন দেখা হবে না বিরাটের।
কে তিনি? বিরাটের প্রিয় গায়ক, কিংবদন্তি কিশোর কুমার।
এক সাক্ষাৎকারে বিরাট বলেছেন, 'আমি কিশোর কুমার স্যরের বড় ভক্ত। তবে আর কখনও ওঁর সঙ্গে দেখা হবে না।'
কোহলি বলেছেন, 'আমি ভীষণভাবে একবার কিশোর কুমারের দেখা পেতে চাইতাম মন থেকে। কিন্তু উনি প্রয়াত হয়েছেন।'
কোহলির কথায়, 'ইচ্ছে থাকলেও তাই আর কিশোর কুমারের সঙ্গে দেখা করার আর কোনও উপায় নেই।'
বিরাট এ-ও বলেছেন, 'কিশোর কুমার ছাড়া আর কেউ নেই যাঁর সঙ্গে দেখা করার জন্য আমি উতলা হয়ে থাকি।'
ভারতের হয়ে ফের তাঁকে দেখা যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ছবি - বিরাট কোহলির ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -