Virat Kohli: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?

Kohli On Kishore Kumar: ভারতের হয়ে ফের তাঁকে দেখা যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

Continues below advertisement

কী আক্ষেপ রয়ে গিয়েছে কোহলির? - বিরাট কোহলির ফেসবুক

Continues below advertisement
1/10
তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির মালিক।
2/10
ওয়ান ডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ সহ জিতেছেন একাধিক ট্রফি। বলা হয়, আধুনিক ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলিই।
3/10
সম্প্রতি দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেললেন প্রায় ১৩ বছর পর। তাঁকে দেখতে মাঠ কানায় কানায় ভরে গিয়েছিল। যা ব্যতিক্রমী ছবি।
4/10
অথচ সেই বিরাট কোহলির আক্ষেপ রয়ে গিয়েছে জীবনে। একজনের সঙ্গে ইচ্ছে থাকলেও আর কোনওদিন দেখা হবে না বিরাটের।
5/10
কে তিনি? বিরাটের প্রিয় গায়ক, কিংবদন্তি কিশোর কুমার।
Continues below advertisement
6/10
এক সাক্ষাৎকারে বিরাট বলেছেন, 'আমি কিশোর কুমার স্যরের বড় ভক্ত। তবে আর কখনও ওঁর সঙ্গে দেখা হবে না।'
7/10
কোহলি বলেছেন, 'আমি ভীষণভাবে একবার কিশোর কুমারের দেখা পেতে চাইতাম মন থেকে। কিন্তু উনি প্রয়াত হয়েছেন।'
8/10
কোহলির কথায়, 'ইচ্ছে থাকলেও তাই আর কিশোর কুমারের সঙ্গে দেখা করার আর কোনও উপায় নেই।'
9/10
বিরাট এ-ও বলেছেন, 'কিশোর কুমার ছাড়া আর কেউ নেই যাঁর সঙ্গে দেখা করার জন্য আমি উতলা হয়ে থাকি।'
10/10
ভারতের হয়ে ফের তাঁকে দেখা যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ছবি - বিরাট কোহলির ফেসবুক
Sponsored Links by Taboola