Virat Kohli Record: ৫০০তম ম্যাচে দুরন্ত শতরানে সচিনকে পিছনে ফেললেন বিরাট, ছুঁলেন ডনকে
পোর্ট অফ স্পেনে নিজের কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। আর সেই ম্যাচেই অনবদ্য শতরান হাঁকিয়ে ম্যাচটিকে চিরস্মরণীয় করে রাখলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম দিনের শেষে কোহলি ৮৭ রানে অপরাজিত ছিলেন। সকলেই তাঁর শতরান দেখার অপেক্ষায় ছিলেন। অনুরাগীদের হতাশ করেননি কোহলি।
পারথে ২০১৮ সালের পাঁচ বছর পর ফের লাল বলের ক্রিকেটে শতরান হাঁকালেন কোহলি। ১২১ রানের ইনিংস খেললেন তিনি।
সেঞ্চুরি করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গেলেন কোহলি। কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলার সময় সচিনের ঝুলিতে ছিল ৭৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি। সেখানে বিরাটের এই নিয়ে ৭৬টি সেঞ্চুরি হয়ে গেল।
শুধু তাই নয়। সচিনকে ক্যারিবিয়ানভূমে শতরানের বিচারেও পিছনে ফেললেন তিনি। এটি ক্যারিবিয়ানে কোহলির দ্বিতীয় টেস্ট শতরান।
টেস্টে এই নিয়ে ২৯টি শতরান হাঁকিয়ে ফেললেন বিরাট। টেস্ট শতরানের বিচারে তিনি ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন।
ম্যাচে ভারতীয় দল পরপর চার উইকেট হারানোর পর কোহলি ও জাডেজার পার্টনারশিপই ভারতকে বিপদের হাত থেকে রক্ষা করে। দুইজনে পঞ্চম উইকেটে ১৫৯ রান যোগ করেন।
কোহলি শতরান হাঁকালেও, জাডেজা ৬১ রান করেই সাজঘরে ফেরেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -