Virat Kohli: নির্বাচকদের বিপক্ষে গিয়ে কোহলির টেস্ট কেরিয়ার বাঁচিয়েছিলেন ধোনি, সহবাগ! অজানা গল্প শোনালেন বীরু
Sehwag on Kohli: ২০১৬ সালে ভারত-ইংল্যান্ডের সিরিজ়ে ধারাভাষ্য দেওয়ার সময়ই বিরাট কোহলিকে নিয়ে এক অজানা কাহিনী শোনা বীরেন্দ্র সহবাগ।
ঘটনাটি কোহলির টেস্ট কেরিয়ার একেবারে শুরুর দিকের
1/11
গতকালই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের বর্ণময় কেরিয়ারের ১৭ বছর পূর্ণ করেছেন বিরাট কোহলি।
2/11
সদ্যই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। তবে তাঁর কেরিয়ারের একেবারে শুরুতেই সাধারণ পারফরম্যান্সের জেরে বিরাটকে কিন্তু টেস্ট দল থেকে ছেঁটে ফেলার পরিকল্পনা করা হচ্ছিল।
3/11
বীরেন্দ্র সহবাগ জানান ২০১২ সালের অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচে মাত্র ৪৩ রান করার পর বিরাটকে দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল।
4/11
বিরাট কোহলির বদলে রোহিত শর্মাকে সুযোগ দিতে আগ্রহী ছিলেন নির্বাচকরা।
5/11
তবে তৎকালীন টেস্ট অধিনায়ক ধোনি ও সহ-অধিনায়ক সহবাগ মিলে কোহলির ত্রাতা হয়ে এগিয়ে আসেন।
6/11
সহবাগ জানান, 'নির্বাচকরা কোহলির বগলে পার্থে ২০১২ সালে রোহিত শর্মাকে খেলানোর পক্ষে ছিলেন। আমি তখন সহ-অধিনায়ক ছিলাম ও ধোনি দলের নেতৃত্বে ছিল। আমরা কোহলিকে সুযোগ দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলাম। বাকিটা তো ইতিহাস।'
7/11
বিরাট কিন্তু সহবাগদের ভরসার মান রেখেছিলেন। কঠিন পার্থের পিচে তাঁর ব্যাট থেকে ৪৪ ও ৭৫ রানের ইনিংস আসে। ঠিক তারপরেই অ্যাডিলেডে এক স্মরণীয় সেঞ্চুরি হাঁকান কোহলি।
8/11
টেস্ট দলে এই সিরিজ়ই কোহলির জায়গা পাকা করে দেয়। তারপর সেই অস্ট্রেলিয়াতে টেস্ট অধিনায়ক হিসাবে কোহলি-জমানা শুরু হয়।
9/11
তিনি কিন্তু পরিসংখ্যানের দিক থেকে সফলতম ভারতীয় টেস্ট অধিনায়ক। ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে কোহলি ৪০টি টেস্ট জেতেন।
10/11
ব্যাটার কোহলি ১২৩টি টেস্ট ম্য়াচ খেলে ৯২৩০ রান করেন। ইংল্যান্ড সফরের আগেই এ বছরই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন 'কিং কোহলি'।
11/11
তবে ধোনি ও সহবাগ যদি সেই সময় কোহলিকে ব্যাক না করতেন, তাঁর পাশে না দাঁড়াতেন, তাহলে তাঁর টেস্ট কেরিয়ারের ছবিটা কিন্তু ভিন্ন হলেও হতে পারত। ছবি-গেটি, পিটিআই, সহবাগের ফেসবুক
Published at : 19 Aug 2025 07:57 AM (IST)