Virat Kohli: বিরাট থেকে রুট, বোর্ডের বার্ষিক চুক্তিতে সবচেয়ে দামি ক্রিকেটার কে জানেন?
Cricket News: ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও বিসিসিআইয়ের সর্বাধিক চুক্তির আওতায় থাকা প্লেয়ারদের মধ্যে একজন। যদিও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন জাডেজা।
কোহলি ও রোহিত
1/12
অস্ট্রেলিয়ার তারকা পেস বোলার ও অধিনায়ক প্যাট কামিন্স এই তালিকায় অবশ্যই থাকবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চুক্তির আওতায় রয়েছেন কামিন্স।
2/12
কামিন্স দেশের জার্সিতে ক্রিকেট খেলে বছরে প্রায় ২ মিলিয়ন ইউ এস ডলার আয় করে থাকেন।
3/12
জো রুটও রয়েছেন এই তালিকায়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও টেস্টে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকরী রুট।
4/12
ইসিবি বিশ্বের অন্যতম ধনী বোর্ড। রুটের বার্ষিক চুক্তি ৯৫০০০০ পাউন্ড।
5/12
ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও বিসিসিআইয়ের সর্বাধিক চুক্তির আওতায় থাকা প্লেয়ারদের মধ্যে একজন। যদিও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন জাডেজা।
6/12
জাডেজা বোর্ডের চুক্তি অনুসারে বার্ষিক প্রায় ৭ কোটি টাকা আয় করে থাকেন। বর্তমানে ওয়ান ডে ও টেস্ট খেলেন জাডেজা।
7/12
এই তালিকায় আছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। বিসিসিআইয়ের সর্বোচ্চ গ্রেড A+ চুক্তির আওতায় পড়েন বুমরা।
8/12
প্রতি ম্যাচের পারিশ্রমিক ছাড়াও বিসিসিআইয়ের চুক্তি অনুসারে বার্ষিক প্রায় ৭ কোটি টাকা আয় করেন বুমরা।
9/12
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ও চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাও এই তালিকায় আছেন। তিনি বর্তমানে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই খেলবেন।
10/12
বার্ষিক চুক্তি অনুসারে প্রায় ৭ কোটি টাকা বার্ষিক পেয়ে থাকেন রোহিত। এছাড়া একটি টেস্ট খেলার জন্য ১৫ লক্ষ টাকা, একটি ওয়ান ডে খেলার জন্য ৬ লক্ষ টাকা ও একটি ওয়ান ডে খেলার জন্য ৩ লক্ষ টাকা করে পান হিটম্য়ান।
11/12
বিরাট কোহলি এই তালিকায় সবার ওপরে রয়েছেন। তিনিও বোর্ডের A+ গ্রেডেশনের অন্তর্ভূক্ত।
12/12
বিরাট কোহলিও বার্ষিক চুক্তি অনুসারে ৭ কোটি টাকা পান। এছাড়া টেস্ট খেলে ১৫ লক্ষ, ওয়ান ডে খেলে ৬ লক্ষ ও টি-টোয়েন্টি খেলে ৩ লক্ষ করে পেয়ে থাকেন।
Published at : 25 Aug 2025 01:34 PM (IST)