World Cup: শতাধিক টেস্ট খেললেও, বিশ্বকাপে একটি ম্যাচও খেলেননি এই তারকারা
ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক অ্যালেস্টার কুক দলের হয়ে টানা ১৫৯টি টেস্ট ম্যাচ খেলার বিশ্বরেকর্ডের অধিকারী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুক ইংল্যান্ডের সর্বরকালের সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহকও বটে। তবে তিনি কোনওদিন বিশ্বকাপ খেলেননি।
ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্য়ে ভিভিএস লক্ষ্মণের নাম থাকবেই। তিনি ভারতের হয়ে ১৩৪ টি টেস্টে আট হাজারের অধিক রান করেন।
২০০৩ বিশ্বকাপে অল্পের জন্য দলে জায়গা পাননি লক্ষ্মণ। তাঁর বগলে অলরাউন্ডার দীনেশ মোঙ্গিয়া ভারতীয় দলে সুযোগ পান। হতাশ লক্ষ্মণ দল থেকে বাদ পড়ার পর ক্রিকেটকে বিদায় জানানোর কথাও ভেবেছিলেন বলে একদা জানিয়েছিলেন।
ভারতের হয়ে ১০৫ টেস্টে ৩০০-র অধিক উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। খেলেছেন ৮০টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচও।
তবে ইশান্ত কোনওদিন বিশ্বকাপ খেলেননি।
অস্ট্রেলিয়াকে ২০১৯ বিশ্বকাপে কোচিং করিয়েছেন তিনি।
তবে ১০৫ টেস্ট খেলা জাস্টিন ল্যাঙ্গার অজ়িদের হয়ে মাত্র আটটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। স্বাভাবিকভাবেই তাঁর দখলে বিশ্বকাপ খেলার কৃতিত্ব নেই।
দীর্ঘদিন ভারতীয় টেস্ট দলের তিন নম্বর জায়গাটা চেতেশ্বর পূজারার জন্য বরাদ্দ ছিল।
২০০৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনি সর্বাধিক ৩৪৯ রান করেছিলেন বটে। তবে জাতীয় দলের হয়ে মাত্র পাঁচ ওয়ান় ডে খেলা পূজারার সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ খেলার কৃতিত্ব নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -