Ravichandran Ashwin: ২২ গজে নতুন দায়িত্বে নাকি ক্রিকেট ছাড়ার পর পাকাপাকি ইউটিউবার হওয়ার পথে অশ্বিন?
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের পরই সাংবাদিক বৈঠকে এসে নিজের সিদ্ধান্তের কথা জানান বিশ্বজয়ী অফস্পিনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না অশ্বিনকে। তবে আইপিএলে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন তারকা অফস্পিনার। আগামী মরশুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে ৩৮ বছরের তারকা স্পিনারকে।
ক্রিকেট ছাড়ার পর কোচ হিসেবেও দেখা যেতে পারে অশ্বিনকে। সিএসকের কোচিং অ্য়াকাডেমিতে ক্ষুদেদের সঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছেন ৫৩৭ টেস্ট উইকেটের মালিককে।
স্ত্রী প্রীতি ও সন্তানদের সঙ্গেও সময় কাটাবেন অশ্বিন। তাঁদের নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতেও যেতে পারবেন।
অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে পডকাস্ট করেন। সেখানে প্রাক্তন ক্রিকেটারদের তাঁর শোয়ে দেখা যায়। ভারতীয় ক্রিকেটের নানা মুহূর্তের ঘটনা তুলে ধরা হয় সেই আড্ডায়।
অশ্বিনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১.৬১ মিলিয়ন। কিছুদিন আগেই ইউটিউবে একটি হিন্দি চ্যানেলও শুরু করার কথা জানিয়েছিলেন অশ্বিন। যার নাম 'অ্য়াশ কি বাত'।
অশ্বিন তাঁর মূল ইউটিউব চ্যানেলে মূলত তামিল ভাষায় উপস্থাপনা করে থাকেন। কিন্তু হিন্দি চ্যানেলটি তিনি শুরু করছেন সবার জন্য। এক সাক্ষাৎকারে অশ্বিন জানিয়েছিলেন, ''আমি চেষ্টা করছি আমার হিন্দি আরও উন্নত করার। প্রচুর হিন্দি সিনেমা দেখছি।''
ছুটি থাকলেই স্ত্রী, সন্তান ও পরিবারের বাকিদের সঙ্গে জঙ্গলসাফারি করতে দেখা গিয়েছে অশ্বিনকে। বিশ্বজয়ী ক্রিকেটার যে বেশ অ্য়াডভেঞ্চার পছন্দ করেন তাও জানিয়েছিলেন আগেই।
বেশ কয়েক মাস আগে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ ও বিশ্বজয়ী প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকেও নিজের ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন অশ্বিন।
দেশের জার্সিতে ১০৬ টেস্টে মোট ৫৩৭ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৭ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ম্য়াচে ১০ উইকেট নিয়েছেন আট বার। ব্যাট হাতেও ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -