Jadeja And Sarah: 'আগামীকাল রাত ১০ টায়!', সুন্দরী প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারকে কী মেসেজ করেছিলেন জাডেজা?

Jadeja And Sarah Conversation: আজ থেকে ১১ বছর আগে ২০১৪ সালে টি-টােয়েন্টি বিশ্বকাপের সময় এক অন্য কারণে হঠাৎ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন জাডেজা। একটি ভাইরাল চ্যাটের জন্য।

সারা টেলর ও রবীন্দ্র জাডেজা

1/8
তারকা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে এই মুহূর্তে খেলছেন সৌরাষ্ট্রের ক্রিকেটার।
2/8
আজ থেকে ১১ বছর আগে ২০১৪ সালে টি-টােয়েন্টি বিশ্বকাপের সময় এক অন্য কারণে হঠাৎ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন জাডেজা। একটি ভাইরাল চ্যাটের জন্য।
3/8
ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রাক্তন উইকেট কিপার ব্য়াটার সারা টেলরের সঙ্গে তাঁর কথপোকথন ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। সারা সেই সময়ে বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটার ছিলেন।
4/8
সারাকে ফলো করতেন না জাডেজা। তাই তাঁদের কথপোকথন পাবলিক হয়ে যায়। সেখানে সারা জাডেজাকে রিপ্লাইও দেন।
5/8
২০১৪ সালের তৎকালীন ট্যুইটারে সারা মাত্র ৯০ মিনিটের মধ্যে তিনি প্রায় দশবার জাদেজার উদ্দেশে ট্যুইট করেন।
6/8
বেশ কয়েকটি মেসেজের মধ্যে বিশেষভাবে ভাইরাল হয় একটি, সেটায় লেখা ছিল, “Tomorrow night. U?” এছাড়া আরেকটিতে ছিল, ''10 am pool?''
7/8
সারা ও জাডেজার এই ভাইরাল চ্যাট ট্যুইটার হ্যান্ডেলে পাবলিক পোসট হয়ে গিয়েছিল। তা সবাই দেখতেও পায়।
8/8
সারা বর্তমানে প্রাক্তন ক্রিকেটার। জাডেজা তাঁর কেরিয়ারের সায়াহ্নে রয়েছেন। তিনি বিবাহিতও এখন।
Sponsored Links by Taboola