BCCI New Secretary: বিসিসিআইয়ে জয় শা জমানা এখন অতীত, ভারতীয় ক্রিকেটের উন্নতিতে কে পথ দেখাবেন এবার?
গ্রেগ বার্কলের ছেড়ে যাওয়ার পর, ১লা ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নিযুক্ত হয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন জয় শাহ। কিন্তু তিনি সরে যাওয়ার পর এবার কে বসবেন বিসিসিআইয়ের সচিবের চেয়ারে?
আইপিএলে চেয়ারম্য়ান হিসেবে কাজ করেছেন অরুণ ধুমাল। এবার তাঁকেও বিসিসিআইয়ের সচিব পদে দেখা যেতে পারে। তিনিও দৌড়ে আছেন।
রোহন জেটলি। সম্পর্কে প্রয়াত অরুণ জেটলির সন্তান। বর্তমানে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি রোহন সবচেয়ে বেশি এগিয়ে আছেন বোর্ড সচিব হওয়ার দৌড়ে।
ভারতীয় ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে কংগ্রেস নেতা রাজীব শুক্ল। বোর্ডের সহ সভাপতি ও আইপিএলের প্রাক্তন চেয়ারম্য়ান ছিলেন। অভিজ্ঞতার জন্য সচিব হওয়ার দৌড়ে রাজীব শুক্লও এগিয়ে থাকবেন।
দেবজিৎ সাইকিয়া। বাকিদের মত অতটা হাইভোল্টেজ নাম নয়। তবে তিনিও যুগ্ম সচিব পদে দায়িত্ব সামলেছেন। তাই সাকিয়াও দৌড়ে আছেন।
দায়িত্ব নিয়েই জয় শাহ ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং সেই উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথাও বলেন।
জয় শাহ বোর্ড সচিব থাকার সময়ই বার্বাডোজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -