Tanush Kotian: রঞ্জিতে সেরা প্লেয়ার হয়েছিলেন, রোহিতের পাড়ার ছেলেই এখন অশ্বিনের জুতোয় পা গলাতে চলেছেন
তনুশ কোটিয়ান এখন ভারতীয় ক্রিকেটের নতুন মুখ। বর্ডার গাওস্কর ট্রফিতে মেলবোর্ন টেস্টের আগেই জাতীয় দলে জায়গা করে নিতে পারেন ২৬ বছরের এই তরুণ অফস্পিনার অলরাউন্ডার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন তনুশ। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩টি ম্য়াচ খেলেছেন। ১৫২৫ রান ও ১০১ উইকেট ঝুলিতে পুরেছেন তনুশ।
রবিচন্দ্রন অশ্বিন আচমকাই অবসর নিয়েছেন। তাঁর পরিবর্ত হিসেবেই অস্ট্রেলিয়া উড়ে যেতে পারেন তনুশ। দুজনে একসঙ্গে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে খেলেওছেন।
আইপিএলে রাজস্থান শিবিরে রয়েছেন তনুশ। যদিও ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ নজরকাড়া।
রোহিতের পাড়ার ছেলে তনুশ ২০২৩-২৪ রঞ্জি মরশুমে মুম্বইকে চ্যাম্পিয়ন হতেও সাহায্য করেছিলেন। নিজে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।
বিজয় হাজারে ট্রফিতে মুম্বই দলের সদস্য তনুশ। এই মুহূর্তে আমদাবাদে রয়েছেন এই স্পিনার অলরাউন্ডার। সেখান থেকে মুম্বই হয়ে মেলবোর্নে উড়ে যাবেন তনুশ।
রঞ্জি ট্রফিতে ৪১.৮৩ গড়ে ব্যাট হাতে মোট ৫০২ রান করেছিলেন। বল হাতে ২৯ উইকেট নিয়েছেন। তাঁর অলরাউন্ড পারফরম্য়ান্সই অস্ট্রেলিয়ার সিরিজের জন্য নির্বাচকদের তাঁর কথা ভাবাতে সাহায্য করেছে।
অশ্বিনের থেকে অনেক টিপস পেয়েছিলেন আইপিএলে রাজস্থান শিবিরে থাকার সময়। সেই অভিজ্ঞতাই অস্ট্রেলিয়ার মাটিতে কাজে আসবে তনুশের সঙ্গে।
ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে উড়ে গিয়েছিলেন কিছুদিন আগে তনুশ। ফলে মঙ্গলবার অস্ট্রেলিয়া রওনা হওয়ার জন্য কোনও ভিসার সমস্যায় পড়তে হবে না তরুণ ক্রিকেটারকে।
মুম্বইয়ের হয়ে মুস্তাক আলি ট্রফিও জিতেছেন। অশ্বিনের পরিবর্তে দলে জায়গা করলেও ভারতীয় একাদশে আদৌ সুযোগ পাবেন কি না তনুশ তা দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -