Tanush Kotian: রঞ্জিতে সেরা প্লেয়ার হয়েছিলেন, রোহিতের পাড়ার ছেলেই এখন অশ্বিনের জুতোয় পা গলাতে চলেছেন

Tanush Kotian Update: মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন তনুশ। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩টি ম্য়াচ খেলেছেন। ১৫২৫ রান ও ১০১ উইকেট ঝুলিতে পুরেছেন তনুশ।

তনুশ কোটিয়ানের সঙ্গে রোহিত শর্মা

1/10
তনুশ কোটিয়ান এখন ভারতীয় ক্রিকেটের নতুন মুখ। বর্ডার গাওস্কর ট্রফিতে মেলবোর্ন টেস্টের আগেই জাতীয় দলে জায়গা করে নিতে পারেন ২৬ বছরের এই তরুণ অফস্পিনার অলরাউন্ডার।
2/10
মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন তনুশ। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩টি ম্য়াচ খেলেছেন। ১৫২৫ রান ও ১০১ উইকেট ঝুলিতে পুরেছেন তনুশ।
3/10
রবিচন্দ্রন অশ্বিন আচমকাই অবসর নিয়েছেন। তাঁর পরিবর্ত হিসেবেই অস্ট্রেলিয়া উড়ে যেতে পারেন তনুশ। দুজনে একসঙ্গে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে খেলেওছেন।
4/10
আইপিএলে রাজস্থান শিবিরে রয়েছেন তনুশ। যদিও ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ নজরকাড়া।
5/10
রোহিতের পাড়ার ছেলে তনুশ ২০২৩-২৪ রঞ্জি মরশুমে মুম্বইকে চ্যাম্পিয়ন হতেও সাহায্য করেছিলেন। নিজে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।
6/10
বিজয় হাজারে ট্রফিতে মুম্বই দলের সদস্য তনুশ। এই মুহূর্তে আমদাবাদে রয়েছেন এই স্পিনার অলরাউন্ডার। সেখান থেকে মুম্বই হয়ে মেলবোর্নে উড়ে যাবেন তনুশ।
7/10
রঞ্জি ট্রফিতে ৪১.৮৩ গড়ে ব্যাট হাতে মোট ৫০২ রান করেছিলেন। বল হাতে ২৯ উইকেট নিয়েছেন। তাঁর অলরাউন্ড পারফরম্য়ান্সই অস্ট্রেলিয়ার সিরিজের জন্য নির্বাচকদের তাঁর কথা ভাবাতে সাহায্য করেছে।
8/10
অশ্বিনের থেকে অনেক টিপস পেয়েছিলেন আইপিএলে রাজস্থান শিবিরে থাকার সময়। সেই অভিজ্ঞতাই অস্ট্রেলিয়ার মাটিতে কাজে আসবে তনুশের সঙ্গে।
9/10
ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে উড়ে গিয়েছিলেন কিছুদিন আগে তনুশ। ফলে মঙ্গলবার অস্ট্রেলিয়া রওনা হওয়ার জন্য কোনও ভিসার সমস্যায় পড়তে হবে না তরুণ ক্রিকেটারকে।
10/10
মুম্বইয়ের হয়ে মুস্তাক আলি ট্রফিও জিতেছেন। অশ্বিনের পরিবর্তে দলে জায়গা করলেও ভারতীয় একাদশে আদৌ সুযোগ পাবেন কি না তনুশ তা দেখার।
Sponsored Links by Taboola