Women's T20 WC 2023: দীপ্তির নজির, দুরন্ত ব্যাটিং রিচার, টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান বধ হরমনপ্রীতদের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের জয় ভারতের। ৬ উইকেটে ক্য়ারিবিয়ানদের হারিয়ে দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এই নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় হরমনপ্রীতদের।
এদিন ব্যাট হাতে অপরাজিত ৪৪ রানের জয়সূচক ইনিংস খেলেন রিচা ঘোষ। এর আগের ম্যাচেও ঝোড়ো অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে এদিন মাত্র ১১৮ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিদের ইনিংস।
ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা সর্বাধিক ৩ উইকেট নেন। তিনি এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিকও হন।
জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ক্যাপ্টেন হরমনপ্রীত ৩৩ রান করেন।
নজির গড়ে দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা। আগামী শনিবার ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -