WPL 2025: মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া! এবার ডব্লিউপিএলে তিন অঙ্ক স্পর্শ করবেন কে?
রাত পোহালেই শুরু উইমেন্স প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএল। তার আগে এক ঝলকে দেখে নেওয়া টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডব্লিউপিএলে সবচেয়ে বড় রানের ইনিংস খেলার নজির রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোফি ডিভাইনের। ২০২৩ সালে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। ৯৯ রান করেছিলেন সোফি। সেটাই এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
তালিকায় দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির নাম। যিনি ডব্লিউপিএলে ইউপি ওয়ারিয়র্সের জার্সিতে নজির গড়েছিলেন।
২০২৩ সালে ডব্লিউপিএলে আরসিবি-র মহিলা দলের বিরুদ্ধে ঝোড়ো ৯৬ রান করেছিলেন অ্যালিসা। যিনি কিংবদন্তি অজ়ি ক্রিকেটার ইয়ান হিলির কন্যা এবং অস্ট্রেলীয় ফাস্টবোলার মিচেল স্টার্কের স্ত্রী।
ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর রয়েছেন তালিকায় তিন নম্বরে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা যায় হরমনপ্রীতকে।
গত বছরের ডব্লিউপিএলে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ৯৫ রান করেছিলেন হরমনপ্রীত। টুর্নামেন্টের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ।
তালিকায় চার নম্বরে অস্ট্রেলিয়ার তাহিলা ম্যাকগ্রা। ডব্লিউপিএলে নব্বইয়ের ঘরে পৌঁছেছিলেন।
২০২৩ সালের ডব্লিউপিএলে ইউপি ওয়ারিয়র্সের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯০ রান করেছিলেন তিনি।
তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। ইউপি ওয়ারিয়র্সের হয়ে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ৮৮ রান রয়েছে তাঁর। ডব্লিউপিএলে এখনও কোনও সেঞ্চুরি নেই। এবার কি সেই মাইলফলকও স্পর্শ করে ফেলবেন কেউ?
image 1
- - - - - - - - - Advertisement - - - - - - - - -