World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালে এঁরাই হয়ে উঠতে পারেন একে অপরের ত্রাস! এক নজরে যুযুধান-জুটি
আবার বছর ২০ পর...ফের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচ ঘিরে প্রস্তুতি তুঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১২ বছর পর বিশ্বকাপ জয়ের হাতছানি বিরাট-ব্রিগেডের সামনে। জোহান্সবার্গের বদলাপুর হয়ে উঠবে আমদাবাদ? আশায় বুক বাঁধছে গোটা ভারত। তার আগে দেখে নেওয়া এই ম্যাচে কারা হতে পারে যুযুধান ম্যাচ উইনার?
বিরাট কোহলি বনাম অ্যাডাম জাম্পা- বিরাট কোহলি সুপার ফর্মে রয়েছেন, মোট ৭১১ রান করেছেন কিন্তু তিনি সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে লড়াই করাও কিন্তু সহজ নয়। জাম্পা ১৩টি ওয়ানডেতে ২৫৪ রান দিয়ে বিরাটকে ৫ বার আউট করেছেন এর আগে।
ডেভিড ওয়ার্নার বনাম মহম্মদ শামি- বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান করেছেন ডেভিড ওয়ার্নার (৯১৮ রান), তবে তিনবার মহম্মদ শামি আউট করেছেন তাঁকে। শামি বর্তমানে ২৩ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী।
ট্র্যাভিস হেড বনাম জশপ্রিত বুমরা- ট্র্যাভিস হেড বিশ্বকাপ জুড়ে অসাধারণ ফর্মে আছেন। তবে ভারতের পেসার জশপ্রিত বুমরার তাঁকে আউট করার একটি দুরন্ত রেকর্ড রয়েছে।
গ্লেন ম্যাক্সওয়েল বনাম কুলদীপ যাদব- অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছেন। এদিকে ভারতের লেগ-স্পিনার কুলদীপ যাদবের বল তাঁকে কুপকাত করতে পারে কি না তা দেখার।
রোহিত শর্মা বনাম মিচেল স্টার্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মা (৫৫০ রান) নিঃসন্দেহে ভারতীয় দলের সাফল্যের চাবিকাঠি। রোহিতকে তাড়াতাড়ি আউট করার দায়িত্ব মিচেল স্টার্কের কাঁধে রয়েছে। ওয়ানডে ইনিংসে স্টার্ক সফলভাবে এর আগে রোহিতকে তিনবার আউট করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -