WTC Final 2025: টেস্টের বিশ্বসেরা দল হওয়ার লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, কখন, কোথায় দেখবেন?
ভারতকে হারিয়ে ১০ বছর পর বর্ডার গাওস্কর ট্রফি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৩-১ ব্য়বধানে সিরিজ জিতেছে এবার কামিন্সের ছেলেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিডনি টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া শিবির। আর সেই জয়ের সঙ্গে সঙ্গেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালর টিকিটও পাকা করে নিল অজি শিবির।
আগেই দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করে নিয়েছিল। প্রথমবার প্রোটিয়া শিবিরের সামনে আইসিসি খেতাব জয়ের সুযোগ।
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাক করে নিয়েছি তেম্বা বাভুমার দল। অজিদের হারাতে পারবে প্রোটিয়া বাহিনী?
ভারতকে হারানোর পর এই নিয়ে টানা দ্বিতীয়বার কামিন্সের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া শিবির। ২০২১-২০২৩ চ্যাম্পিয়নশিপেও ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া।
২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েই খেতাব জিতেছিল অজি শিবির।
এই নিয়ে টানা তৃতীয়বারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর বসছে ইংল্যান্ডের ঐতিহ্যশালী মাঠ লর্ডসে। ক্রিকেটের মক্কায় কোন দল হবে টেস্টে বিশ্বসেরা?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটি আয়োজিত হবে আগামী ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে ও অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে আছে।
ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের মতই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটিও স্টার স্পোর্টসে দেখা যাবে টিভির পর্দায়।
টিভির পর্দায় চোখ না রাখলেও কোনও সমস্যা নেই। অনলাইনেও এই মেগা ফাইনালের মজা নিতে পারেন ডিজনি প্লাস হটস্টারের মাধ্য়মে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -