WPL Auction 2023: মহিলাদের আইপিএলের নিলামে সর্বোচ্চ দর পেলেন যে ৫ ক্রিকেটার

WPL Auction: জেমিমা রডরিগেজও ভাল দাম পেয়েছেন নিলামে। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়সূচক ইনিংস খেলেছিলেন জেমিমা। তারই পুরস্কার পেলেন।

তালিকায় স্মৃতি ও জেমিমা

1/12
তালিকায় সবার আগে রয়েছেন স্মৃতি মন্ধানা। আরসিবি দলে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনারকে।
2/12
৩ কোটি ৪০ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নিয়েছে স্মৃতি মন্ধানাকে। মহিলাদের আইপিএলের নিলামে তিনিই সবচেয়ে বেশি দর পাওয়া ভারতীয় মহিলা ক্রিকেটার।
3/12
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। তাঁকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় গুজরাত জায়ান্টস দলে নিয়েছে।
4/12
২৫ বছরের এই ব্যাটার ৩টি টেস্ট ও ২৫টি ওয়ান ডে খেলেছেন। এছাড়াও টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৬৮টি ম্যাচ খেলেছেন।
5/12
অস্ট্রেলিয়ার বেথ মুনিও রয়েছেন এই তালিকায়। তাঁকে গুজরাত জায়ান্টস ২ কোটি টাকায় নিয়েছেন।
6/12
কেরিয়ারে এখনও পর্যন্ত ৭৮টি টি-টােয়েন্টি, ৫৭টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন বেথ মুনি।
7/12
ভারতের দীপ্তি শর্মা রয়েছেন তালিকায়। ২ কোটি ৬০ লক্ষ টাকায় ইউপি ওয়ারিয়র্স দলে নিয়েছে দীপ্তিকে।
8/12
দেশের জার্সিতে ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার।
9/12
ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সদস্য ন্যাট স্ক্রিভারকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
10/12
৩ কোটি ২০ লক্ষ টাকা দর উঠেছিল ন্যাট স্ক্রিভারের। ৩০ বছরের এই ইংরেজ ব্যাটার ৮টি টেস্ট, ৯৪টি ওয়ান ডে ও ১০৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
11/12
জেমিমা রডরিগেজও ভাল দাম পেয়েছেন নিলামে। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়সূচক ইনিংস খেলেছিলেন জেমিমা। তারই পুরস্কার পেলেন।
12/12
জেমিমাকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে। তাঁর জন্য দর উঠেছিল ২ কোটি ২০ লক্ষ টাকা।
Sponsored Links by Taboola