WTC Final 2023: ওভালে লড়াকু ইনিংসে নজর কাড়লেন রাহানে, পূর্ণ করলেন ৫০০০ রান
১৮ মাস পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই (WTC Final 2023) ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন অজিঙ্ক রাহানে। হতাশ করলেন না রাহানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় টপ অর্ডার ওভালে চ্যাম্পিয়নশিপের প্রথম ইনিংসে ব্যর্থ হয়, সেখানে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ঝাঁ চকচকে ইনিংস খেলে সকলেরই নজর কাড়লেন রাহানে।
১৩তম ব্যাটার হিসাবে লাল বলের ক্রিকেটে পাঁচ হাজার রানের গণ্ডি পার করলেন রাহানে। লাঞ্চের আগে যখন ১৫২ রানে ছয় উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারতীয় ইনিংস। তখনই রাহানে অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন তিনি। নিজের কেরিয়ারের ২৬তম অর্ধশতরান হাঁকান রাহানে। শার্দুল ঠাকুরের সঙ্গে রাহানের ১০৯ রানের পার্টনারশিপেই ভারত ফলোঅন এড়াতে সক্ষম।
অবশ্য লাঞ্চের পরেই ৮৯ রানে রাহানেকে সাজঘরে ফেরত পাঠান কামিন্স। ইনিংসে দুইবার জীবনদান পেয়েও শতরান হাঁকাতে কিন্তু ব্যর্থই হন রাহানে।
ভারতের হয়ে সচিন তেন্ডুলকর টেস্টে সর্বাধিক রান করেছেন। রাহানে আপাতত এই তালিকায় ১৩ নম্বরেই রয়েছেন।
রাহানের দখলে আপাতত ৫০২০ টেস্ট রান রয়েছে।
রাহানের ৮৯ ও শার্দুলের ৫১ রানে ভর করেই ভারতীয় দল প্রথম ইনিংসে ২৯৬ রান তোলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -