Health:শৈশবে জোর থাকুক প্রোটিন জাতীয় খাবারে

Protein Is Important For Kids: প্রোটিন। ডায়েট-চার্টে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে কম-বেশি নানা আলোচনা হয়েছে। কিন্তু শিশুদের ক্ষেত্রেও যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কি খেয়াল থাকে আমাদের?

শৈশবে জোর থাকুক প্রোটিন জাতীয় খাবারে

1/8
প্রোটিন। ডায়েট-চার্টে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে এত দিন পর্যন্ত কম-বেশি নানা আলোচনা হয়েছে। কিন্তু শিশুদের ক্ষেত্রেও যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কি খেয়াল থাকে আমাদের?
2/8
শিশুদের বাড়বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি প্রোটিন। বিশেষত, গ্রীষ্মকালে, যখন শারীরিক গতিবিধি বেশি থাকে, তখন প্রোটিনের প্রয়োজনীয়তা আরও বেশি।
3/8
সার্বিক ভাবে সুস্বাস্থ্য ও ভাল থাকার জন্য প্রোটিন অত্য়ন্ত জরুরি। গ্রীষ্মকাল তো বটেই, সারা বছরই শিশুদের সার্বিক স্বাস্থ্যের জন্য প্রোটিন অত্যন্ত জরুরি।
4/8
শিশুদের মধ্যে হাড়ের বাড়বৃদ্ধি ও শক্তি বাড়াতেও প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
5/8
নানা ধরনের শারীরিক কসরত বা এক্সারসাইজের সময় যে ক্লান্তি আসে, তা কাটাতেও প্রোটিন জরুরি।
6/8
শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত ওজন ধরে রাখতেও প্রোটিন জাতীয় খাবারের উপর জোর দেন বিশেষজ্ঞরা।
7/8
মস্তিষ্কের বিকাশ শৈশবের অত্যন্ত জরুরি দিক। এক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে পারে প্রোটিন।
8/8
শিশুদের ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার অনেকক্ষণ পেট ভর্তি রাখে।
Sponsored Links by Taboola